পাহাড়ের উন্নয়নে বরাদ্দ ৫০০ কোটি, খুশি GTA চেয়ারম্যান বিনয় তামাং
Last Updated:
পাহাড়ের উন্নয়নে বরাদ্দ ৫০০ কোটি, খুশি GTA চেয়ারম্যান বিনয় তামাং
#কলকাতা: পাহাড়ের উন্নয়নে পাঁচশো কোটির অর্থ বরাদ্দ করেছে নবান্ন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি জিটিএও। এলাকার গ্রামীণ রাস্তা নির্মাণ, জেলা হাসপাতালের আধুনিকীকরণ, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে চায় GTA।
প্রকল্পের কাজে গতি আনতে প্রতি মাসে কলকাতায় রিভিউ মিটিং হবে। বৈঠকে থাকতে চান GTA চেয়ারম্যান বিনয় তামাংও। পাশাপাশি, এজি বেঙ্গলের মতো সংস্থাকে দিয়ে বিমল গুরুঙের সময়ে জিটিএ-র কাজের অডিটের দাবিও উঠেছে। আগামী শীতে দার্জিলিঙে আন্তর্জাতিক পর্যটন উৎসবেরও আয়োজন হচ্ছে।
নবান্নের এই বরাদ্দে খুশি জিটিএ। ওই টাকা এলাকার নানা উন্নয়ন প্রকল্পে খরচ করতে চায় জিটিএ।
advertisement
advertisement
পাহাড়ে উন্নয়নের নকশা
- এলাকার গ্রামীণ রাস্তা নির্মাণ
- জেলা হাসপাতালের আধুনিকীকরণ
- ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করা
- প্রকল্পের কাজে গতি আনতে প্রতি মাসে কলকাতায় রিভিউ মিটিং
- বৈঠকে থাকতে চান জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংও
- আগামী শীতে দার্জিলিঙে আন্তর্জাতিক পর্যটন উৎসবেরও আয়োজন হচ্ছে
advertisement
এর পাশাপাশি, এজি বেঙ্গলের মতো সংস্থাকে দিয়ে বিমল গুরুঙের সময়ে জিটিএ-র কাজের অডিটের দাবিও উঠেছে। পরিস্থিতি সেদিকে মোড় নিলে গুরুঙের উপর চাপ আরও বাড়বে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2017 8:25 AM IST