Jalpaiguri News: ঘুঘু থেকে চড়ুই, বাদ যায়নি কেউ! একসঙ্গে শতাধিক পাখির মৃত্যু! কোন অশনি সংকেত! দানা বাঁধছে রহস্য
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: আচমকাই মারা গিয়েছে একের পর এক পাখি! এলাকার জুড়ে ছড়িয়ে পড়ে রয়েছে দেহ। সংখ্যাটা ছুঁয়েছে প্রায় শতাধিক।
জলপাইগুড়ি: আচমকাই মারা গিয়েছে একের পর এক পাখি! এলাকার জুড়ে ছড়িয়ে পড়ে রয়েছে দেহ। সংখ্যাটা ছুয়েছে শতাধিক! কিন্তু কেন এই বিপত্তি? পাখিদের রহস্যজনক মৃত্যুর পেছনে উঠে আসছে বহু জল্পনা। এলাকায় জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। জলপাইগুড়ি জেলার চালসা ব্লকের দক্ষিণ ধুপঝড়া এলাকায় আচমকাই মৃত্যু হল শতাধিক পাখির। হৃদয়বিদারক এই ছবি দেখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী দক্ষিণ ধুপঝড়ায়। গরুমারা জঙ্গল লাগোয়া এই এলাকায় এমন ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন পরিবেশপ্রেমীরা। মৃত পাখিদের মধ্যে রয়েছে স্থানীয় ঘুঘু, চড়ুই ও অন্যান্য ছোট পাখি। ঘটনাস্থলটি একটি কৃষিজমি, যেটি কিছুদিন আগেই চাষের জন্য প্রস্তুত করা হয়েছিল। এত সংখ্যক পাখির মৃত্যু নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কেউ বলছেন জমিতে ব্যবহৃত কোন বিষাক্ত কীটনাশকের কারণে ঘটতে পারে এই ঘটনা। আবার কেউ কেউ মনে করছেন বার্ড ফ্লু বা অন্য কোন ভাইরাসও এর পিছনে থাকতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে—একই জমিতে একসঙ্গে এত পাখি কীভাবে মৃত পড়ে থাকল?
advertisement
advertisement
জলপাইগুড়ির এক পরিবেশপ্রেমী সুমন চৌধুরী জানান, “এক জমিতে একসঙ্গে এত পাখির মৃত্যু অস্বাভাবিক। বিষক্রিয়া কিংবা ভাইরাস—কোন কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জমির মাটি পরীক্ষা করলেই হয়ত সত্যিটা জানা যাবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, “এই জমির পাশেই গরুমারা জঙ্গল, উল্টোদিকে চাপড়ামারির জঙ্গল। পক্ষীজগতের উপর প্রভাব পড়তে পারে এরকম ঘটনায়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বন দফতরের দ্রুত তদন্ত করা উচিত।”
advertisement
ইতিমধ্যে বন দফতরের আধিকারিকেরা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছেন। মৃত পাখিগুলির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এই অস্বাভাবিক পাখি মৃত্যু ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। প্রকৃত কারণ সামনে এলেই মিলবে এই রহস্যের সমাধান!
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 18, 2025 3:38 PM IST