South Dinajpur News: বাইক নিয়ে বন্ধুর সঙ্গে বেরিয়ে সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় তরতাজা যুবকের মৃত্যু, পরিবারে হাহাকার
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
South Dinajpur News: দুর্ঘটনা ঘটেছে দেখতে পেয়ে এলাকাবাসীরা ছুটে আসেন। তাঁরা আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি।
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধরঃ রাতে বাইক নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। সেটাই যেন কাল হয়ে দাঁড়াল! পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের, আহত তাঁর এক বন্ধু। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ডকলাইন এলাকায় ঘটনাটি ঘটেছে। এর জেরে পরিবার সহ পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত যুবকের নাম অরিন্দম চৌধুরী, বয়স ২৫ বছর। তাঁর বাবার নাম অসীম চৌধুরী। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুর্গাবাড়ি পাড়া এলাকায় যুবকের বাড়ি।
আরও পড়ুনঃ হাতের জাদুতে ফিরে আসে হারানো সুর! দূরদূরান্ত থেকে ছুটে আসেন শিল্পীরা, বহু মানুষের ভরসা এই ‘বাদ্যযন্ত্রের ডাক্তার’
জানা গিয়েছে, গতকাল রাতে ঘটনাটি ঘটে। অরিন্দম ও তাঁর এক বন্ধু বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। তপন থেকে ঘুরে বাড়ি ফেরার পথে তপন থানার ডকলাইন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি কালভার্টে ধাক্কা মারে। এর জেরে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে। গুরুতর আহত হন অরিন্দম ও তাঁর বন্ধু।
advertisement
advertisement
এই ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা অরিন্দমকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন যুবকের পরিবার ও এলাকাবাসীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
November 22, 2025 3:50 PM IST

