South Dinajpur News: চোখের পলকে সর্বনাশ, হুড়মুড়িয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল দ্রুতগতির ট্রাক! প্রাণ গেল এক ব্যক্তির

Last Updated:

South Dinajpur News: নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ভেঙে বাড়িতে ঢুকে পড়ল লরি। এই ঘটনায় জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল
হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধর: নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ভেঙে বাড়িতে ঢুকে পড়ল লরি। এই ঘটনায় লরির ধাক্কার জেরে মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার মেহেন্দি পাড়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।
পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ইসলাম মিঞা (৬১)। তিনি স্থানীয় একটি চায়ের দোকান করতেন। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার মেহেন্দি পাড়া এলাকায়।
advertisement
advertisement
মৃত ব্যক্তির পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়ির সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে চায়ের দোকানে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ দ্রুত গতিতে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে ওই চায়ের দোকানে। চায়ের দোকান ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ওই লরিটি। ঘটনায় লরির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের অন্য লোকজন।
advertisement
এমন ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় হরিরামপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিবার ও এলাকাবাসীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই লরি চালক। যার জন্যই এমন কাণ্ড ঘটে হয়েছে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করেছে হরিরামপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: চোখের পলকে সর্বনাশ, হুড়মুড়িয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল দ্রুতগতির ট্রাক! প্রাণ গেল এক ব্যক্তির
Next Article
advertisement
‘এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন...’, শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি
এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন, শোকাহত আশা পারেখ
  • এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন

  • এবার ধরমজিও চলে গেলেন

  • শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement