South Dinajpur News: শর্ট সার্কিট থেকে ভয়াবহ দুর্ঘটনা, আগুনে পুড়ে ছাই বালুরঘাটের ৪টে বাড়ি

Last Updated:

অগ্নিকাণ্ডের জেরে বিধ্বংসী দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে ভস্মীভূত ৪ টি বাড়ি। লক্ষাধিক টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের

আগুনে ভস্মীভূত ৪টি বাড়ি
আগুনে ভস্মীভূত ৪টি বাড়ি
দক্ষিণ দিনাজপুর: অগ্নিকাণ্ডের জেরে বিধ্বংসী দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে ভস্মীভূত ৪ টি বাড়ি। লক্ষাধিক টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকার। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রাথমিক অনুমান, ইলেকট্রিকের শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার হঠাৎই বালুরঘাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকার একটি বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। নিমেষের মধ্যে আশপাশের চারটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে কোনওক্রমে ঘর থেকে বেরিয়ে আসেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনেরা। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, খবর দেওয়া হয় বালুরঘাট দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তত ক্ষণে আগুনে পুড়ে গিয়েছে চারটি বাড়ি।
advertisement
পরিবার সূত্রে খবর, আগুনে পুড়ে ছাই হয়ে যায় জরুরি কাগজপত্র থেকে টাকা পয়সা, বাড়ির আসবাসপত্র-সহ অন্যান্য সামগ্রী। তবে সঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। অল্পের জন্য প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
সুস্মিতা গোস্বামী 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: শর্ট সার্কিট থেকে ভয়াবহ দুর্ঘটনা, আগুনে পুড়ে ছাই বালুরঘাটের ৪টে বাড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement