নতুন বছরের শুরু থেকেই দাম বাড়ছে কমলা লেবুর! পকেট পুড়ছে ক্রেতাদের
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Orange- বাজারের দুই ফল বিক্রেতা রবীন্দ্র বর্মন এবং পরিতোষ সরকার জানান, "জেলার বাজারে ভুটানের কমলা লেবু বেশ অনেকটাই প্রসিদ্ধ। তবে নতুন বছরের শুরু থেকেই এই কমলা লেবুর যোগান কমতে শুরু করেছে।
কোচবিহার: শীতের মরসুম পড়তেই কমলা লেবুর বিক্রি শুরু হয়েছে বাজারে। জেলার বাজারে ভুটান, নাগপুর এবং পাঞ্জাবের কমলা লেবু পাওয়া যাচ্ছে বর্তমানে। তবে নতুন বছরের শুরু থেকেই দাম বাড়তে শুরু করছে বাজারে বিক্রি হওয়া কমলা লেবুর। বর্তমান সময়ে চারটি কমলা লেবুর সর্বোচ্চ দাম রয়েছে জেলার ফল বাজারে ৫০ টাকা। যদিও এই দাম আরোও কিছুটা বাড়বে বলেই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মূলত বাজারে কমলা লেবুর যোগানের মাত্রা কম থাকায় দাম বাড়ছে।
বাজারে ফল কিনতে আসা এক ক্রেতা রামেশ্বর রায় জানান, “শীতের শুরু থেকেই বাজারে কমলা লেবু আসতে শুরু করেছিল। তবে নতুন বছর শুরু হওয়ার ১-২ দিন আগে থেকেই কমলা লেবুর দাম বাড়তে শুরু করে। বর্তমান সময়ে বাজারে ভুটানের কমলা লেবু ৫০ টাকায় ৪টি পাওয়া যাচ্ছে। যা ক্রেতাদের কমলা লেবু কিনতে দ্বিধায় ফেলছে। বেশিরভাগ করে তারাই কমলা লেবু কিনতে এসে, না কিনেই ফিরে যাচ্ছেন। আবার অনেকে কমলা লেবু কিনলেও সামান্য পরিমাণে কিনছেন।”
advertisement
আরও পড়ুন- ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজতেই দিঘার হোটেলে ঘটল ভয়ঙ্কর ঘটনা! আওয়াজ আসছিল ঘর থেকে
বাজারের দুই ফল বিক্রেতা রবীন্দ্র বর্মন এবং পরিতোষ সরকার জানান, “জেলার বাজারে ভুটানের কমলা লেবু বেশ অনেকটাই প্রসিদ্ধ। তবে নতুন বছরের শুরু থেকেই এই কমলা লেবুর যোগান কমতে শুরু করেছে। ফলে বিক্রেতারা দাম বাড়িয়েছেন অনেকটাই। এছাড়া নাগপুর এবং পাঞ্জাবের কমলা লেবু রয়েছে বাজারে। তবে সেগুলির স্বাদ ভুটানের কমলা লেবুর মতন নয়। তাইতো ক্রেতারা ভুটানের কমলা লেবুই কিনতে পছন্দ করেন। তবে দাম বেশি থাকার কারণে ক্রেতারা কমলা লেবু অনেকটাই কম কিনছেন।”
advertisement
advertisement
আরও পড়ুন- গুমা বাজারে খাঁচায় বন্দি টিয়াপাখিগুলি কারা কিনছিল? কী করতে? হাতেনাতে ধরল অফিসার
কাশ্মীরের আপেল যেমনি প্রসিদ্ধ, ঠিক তেমনটাই প্রসিদ্ধ ভুটানের কমলা লেবু। তবে বর্তমান সময়ে যেভাবে দাম বেড়ে উঠেছে ভুটানের কমলা লেবুর। পাশাপাশি নাগপুর এবং পাঞ্জাবের কমলা লেবুর দামও বৃদ্ধি হয়েছে বেশ কিছুটা। তাইতো ফল বাজারে এসে কমলা লেবু কিনতে গিয়ে পকেট পুড়ছে মধ্যবিত্ত ক্রেতাদের। এখন দেখার বিষয় এটাই যে কত দিনে কমলা লেবুর দাম আবার স্বাভাবিক হয়। এবং ক্রেতারা স্বাচ্ছন্দে শীতের কমলা লেবুর স্বাদ উপভোগ করতে পারেন।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2025 7:18 PM IST