Bangla News: গুমা বাজারে খাঁচায় বন্দি টিয়াপাখিগুলি কারা কিনছিল? কী করতে? হাতেনাতে ধরলেন অফিসারেরা
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bangla News: খাঁচায় আটকে রাখছেন টিয়া পাখি! সাবধান, নজরদারি চালাচ্ছে বন দফতর।
উত্তর ২৪ পরগনা: শীতের মরশুমে জেলাজুড়ে চলা অবৈধ বিরল প্রজাতির টিয়া পাখির ব্যবসা রুখতেই এবার ময়দানে বন দফতর।
উত্তর চব্বিশ পরগনার গুমা বাজার থেকে অভিযান চালিয়ে বিরল প্রজাতির টিয়া পাখি সমেত একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে বন দফতর সূত্রে। গুমা হাট থেকে বিরল প্রজাতির পাখিগুলিকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সঙ্গীকে নিয়ে দিঘা যাওয়ার প্ল্যান? এই কাগজটা না থাকলে হোটেল পাবেন না! বড় খবর জেনে নিন
জানা গিয়েছে, ওই ব্যক্তি বাপি মজুমদারের বাড়ি হাবরা থানা এলাকার হাট থুবায়। মূলত পাখিগুলিকে বিক্রি করার উদ্দেশ্যেই হাটে নিয়ে আসেন তিনি। এর আগেও এই বাপি মজুমদার পাখি বিক্রির অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়েছেন বলেও জানা যায়। বন দফতরের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: টলতে টলতে গাড়িতে উঠছে শাহরুখের বড় ছেলে, মদ্যপ আরিয়ানের এই ভিডিও এখন সংবাদ শিরোনামে! দেখুন
প্রায় দশটি বিরল প্রজাতির টিয়া পাখি উদ্ধার হয়েছে। কোথা থেকে কীভাবে এই পাখিগুলি নিয়ে আসা হচ্ছে বা কীভাবে কারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছেন বন দফতরের আধিকারিকেরা। ফলে এ ধরনের পাখি কেনা বা খাঁচায় পোষার আগে সতর্ক হওয়ার আবেদন জানাচ্ছেন তাঁরা। না হলেই পড়তে হতে পারে ঝামেলায়।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2025 4:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: গুমা বাজারে খাঁচায় বন্দি টিয়াপাখিগুলি কারা কিনছিল? কী করতে? হাতেনাতে ধরলেন অফিসারেরা