Siliguri : রুপোর লোকনাথ বাবার মূর্তি চুরি, শেষ রক্ষা হল না! পুলিশের 'সোর্স' খবর দিতেই আসল সত্যিটা সবার সামনে

Last Updated:

Siliguri : বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হল চুরি যাওয়া বাবা লোকনাথের একটি রুপোর মূর্তি।

শিলিগুড়িতে চুরি যাওয়া লোকনাথ মূর্তি উদ্ধার!
শিলিগুড়িতে চুরি যাওয়া লোকনাথ মূর্তি উদ্ধার!
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হল চুরি যাওয়া বাবা লোকনাথের একটি রুপোর মূর্তি। এই ঘটনায় বিজয় মাহাতো নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিজয় মাহাতো শিলিগুড়ির প্রকাশ নগরের বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে হানা দিয়েই উদ্ধার হয় প্রায় ১ কেজি ওজনের রুপোর মূর্তিটি, যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। এর আগেও একই ধরনের অপরাধে গ্রেফতার হয়েছিল বিজয়, এমনটাও জানিয়েছে পুলিশ।
ঘটনা তদন্তে জানা যায়, ৬ ডিসেম্বর ভোর রাতে প্রধান নগর থানা এলাকার একটি বাড়ির মন্দিরের তালা ভেঙে বাবা লোকনাথের মূর্তিটি চুরি করে অভিযুক্ত। সকালে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে মূর্তি উধাও দেখে হতবাক হয়ে যান গৃহকর্তা বিশ্বজিৎ দাস। এরপর তিনি প্রধান নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
আরও পড়ুন- বলুন তো, কী করে জানবেন কোন কয়েনটা কলকাতার টাঁকশালে তৈরি, কোনটা নয়…! জানুন সহজেই
অভিযোগের ভিত্তিতে অ্যান্টি ক্রাইম উইং দ্রুত তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হয়, সংগ্রহ করা হয় এলাকার সিসিটিভি ফুটেজ। সেই সূত্র ধরেই মূল অভিযুক্তকে চিহ্নিত ও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এবং উদ্ধার হয় রুপোর মূর্তিটি। শহরে ধারাবাহিক চুরির ঘটনার মাঝে রুপোর মূর্তি উদ্ধারে পুলিশের এই সাফল্যকে উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri : রুপোর লোকনাথ বাবার মূর্তি চুরি, শেষ রক্ষা হল না! পুলিশের 'সোর্স' খবর দিতেই আসল সত্যিটা সবার সামনে
Next Article
advertisement
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
  • বাংলার ভোটার হতে চেয়ে আবেদন করলেন সিভি আনন্দ বোস। তাঁর কথায়," এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবি 'বোস'। নেতাজি সুভাষ চন্দ্র ও বোস, আমি মানসিক, সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই

VIEW MORE
advertisement
advertisement