Siliguri News: এমন চোরের কথা জীবনে শোনেননি! এ তো একেবারে ভিআইপি চোর! শিলিগুড়িতে যা ঘটল, শুনে আঁতকে উঠবেন

Last Updated:

Siliguri News: ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ওই ২ জন ভিআইপি চোরকে গ্রেফতার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।

+
সংগৃহীত

সংগৃহীত ছবি

শিলিগুড়ি: বিমানে করে শিলিগুড়িতে চুরি করতে এসেছিল চোর। এরপর শিলিগুড়ির নামী হোটেলে থেকে চুরির ঘটনা ঘটায়। যদিও শেষ রক্ষা হল না। পুলিশের হতে ধরা পড়ে যায় তারা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ওই ২ জন ভিআইপি চোরকে গ্রেফতার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী, যিনি আসানসোলের বাসিন্দা এবং ভিক্টর ঘোষ হুগলির ভুবনেশ্বরের বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত দুজন গত ১৯ তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছায়। প্রধাননগর থানা অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা। এরপর গতকাল পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়।স্বর্ণালঙ্কার সহ দামী জিনিসপত্র চুরি করে।
সেই চুরির ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।২৪ ঘণ্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী ভিক্টরকেও গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয়।
advertisement
advertisement
এই বিষয়ে শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার।তিনি বলেন, ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে।বিমানে এসে শিলিগুড়িতে থেকে চুরির ঘটনা ঘটায় তারা।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: এমন চোরের কথা জীবনে শোনেননি! এ তো একেবারে ভিআইপি চোর! শিলিগুড়িতে যা ঘটল, শুনে আঁতকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement