Andal Airport: শিল্পাঞ্চল থেকে বারাণসী বিমানের পরিষেবায় খুশি বণিকমহল, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে অন্ডাল বিমানবন্দরের 

Last Updated:

দুর্গাপুর থেকে বেলা ১ টা ৪৫ মিনিট নাগাদ ওই বিমান বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবে। তিনটের সময়ে বারাণসী পৌঁছবে ফ্লাইট। আবার ৩টে ২৫ মিনিটে বারাণসী থেকে ছেড়ে বিকেল ৫টার সময় দুর্গাপুরে ফিরবে ফ্লাইট।

পরিকাঠামো উন্নয়ন হচ্ছে অন্ডাল বিমানবন্দরের 
পরিকাঠামো উন্নয়ন হচ্ছে অন্ডাল বিমানবন্দরের 
আবীর ঘোষাল, কলকাতা: ইন্ডিগো সংস্থার বিমান এই রুটের আকাশপথে সপ্তাহে তিনদিন অর্থাৎ মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার যাতায়াত করবে। দুর্গাপুর থেকে বেলা ১ টা ৪৫ মিনিট নাগাদ ওই বিমান বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবে। তিনটের সময়ে বারাণসী পৌঁছবে ফ্লাইট। আবার ৩টে ২৫ মিনিটে বারাণসী থেকে ছেড়ে বিকেল ৫টার সময় দুর্গাপুরে ফিরবে ফ্লাইট।
অন্ডাল বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল বলেন, ‘‘আপাতত সপ্তাহে তিনদিন সরাসরি ফ্লাইট পরিষেবা পাওয়া যাবে এই রুটে। ২৮ অক্টোবর থেকে পরিষেবা শুরু হচ্ছে। বর্তমানে অন্ডাল থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ভূবনেশ্বর, বাগাডোগরা ও গুয়াহাটি রুটে নিয়মিত ফ্লাইট পরিষেবা রয়েছে।’’ বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এবং আরও একাধিক রুটে ফ্লাইট পরিষেবা চালু করার ব্যাপারে আলোচনা হয়।
advertisement
advertisement
অগাস্টেই নির্ধারিত হয়েছিল, অক্টোবর মাস থেকেই বারাণসী পর্যন্ত ফ্লাইট পরিষেবা চালু করার ব্যাপারে। পরবর্তীকালে লখনউ, জয়পুর পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করার ব্যাপারেও ভাবনা-চিন্তা রয়েছে। উল্লেখ্য, অণ্ডাল বিমানবন্দর ইতিমধ্যেই ভুবনেশ্বর ও গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এবার কাশী, লখনউ, কিংবা জয়পুরের সঙ্গে দূরত্ব কমে যাবে দক্ষিণবঙ্গের মানুষের কাছে। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর দাবি দীর্ঘদিনের। এ নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে একাধিক বার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডাল থেকে কার্গো পরিষেবা শুরুর সময়ে একই দাবি তুলেছিল আসানসোল ও দুর্গাপুরের বণিক মহলও।
advertisement
এর আগে সিঙ্গাপুর, দুবাই ও ব্যাঙ্কক— এই রুটগুলিতে উড়ান চালু করার দাবি জানিয়ে রাজ্যকে চিঠি করেছিল‍ দুর্গাপুরের বণিক মহল। সংগঠনের সভাপতি চন্দন দত্ত বলেন, ‘‘আগে কলকাতা বিমানবন্দরে আমাদের পণ্য আসত অন্য রাজ্য থেকে। কলকাতা থেকে সেই পণ্য দুর্গাপুরে নিয়ে আসার একটা খরচ ছিল। সময়ও লাগত। এখন কার্গো পরিষেবা চালু হওয়ায় সরাসরি অন্ডাল বিমানবন্দরে পণ্য আসছে।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Andal Airport: শিল্পাঞ্চল থেকে বারাণসী বিমানের পরিষেবায় খুশি বণিকমহল, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে অন্ডাল বিমানবন্দরের 
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement