Siliguri News: বাঁশ শিল্পকে বাঁচিয়ে রাখতে ৩০ বছর ধরে কাজ করছেন পরেশ

Last Updated:

Siliguri News: বাঁশ দিয়েই তিনি তৈরি করে ফেলছেন মাছ, ময়ূর, পাখি, নৌকা সহ আরো অনেক কিছু। পরেশ বাবুর কথায় তাকে যা বানাতে বলা হবে তিনি বাঁশ দিয়েই সেই জিনিস তৈরি করে দিতে পারবেন অনায়াসেই। তার হাতের কাজ পশ্চিমবঙ্গ তো বটেই পাশাপাশি অনেক রাজ্যেই সকলের নজর কেড়েছে।

+
পরেশ

পরেশ বাবুর হাতের কাজ

শিলিগুড়ি: হারিয়ে যেতে চলেছে বাঁশের শিল্প। এই শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে বিগত ৩০ বছর ধরে বাঁশের শিল্পের সঙ্গে জড়িত পূর্ব হাতিয়াড়াঙ্গার বাসিন্দা পরেশ রায়। তার হাতের কাজ না দেখলে বিশ্বাস হবে না। বাঁশ দিয়েই তিনি তৈরি করে ফেলছেন মাছ, ময়ূর, পাখি, নৌকা সহ আরো অনেক কিছু। পরেশ বাবুর কথায় তাকে যা বানাতে বলা হবে তিনি বাঁশ দিয়েই সেই জিনিস তৈরি করে দিতে পারবেন অনায়াসেই। তার হাতের কাজ পশ্চিমবঙ্গ তো বটেই পাশাপাশি অনেক রাজ্যেই সকলের নজর কেড়েছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বাঁশের তৈরি পণ্যের কদর আর তেমন নেই বললেই চলে। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি। গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থলি, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যাবহার করলেও, এখন বিলুপ্তির পথে এ শিল্পটি। এক সময় বাসা-বাড়ি, অফিস – আদালত সবখানেই ব্যবহার করা হতো বাঁশের তৈরি আসবাবপত্র। এখন সময়ের বিবর্তনে বদলে গেছে চিরচেনা সেই চিত্র। এরপরেও উপজেলার গুটি কয়েক পরিবারের মানুষ ঐতিহ্য ধরে রাখাসহ জীবন ও জীবিকার তাগিদে বাঁশ শিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন। তাদেরই মধ্যে একজন শিলিগুড়ির পরেশ রায়।
advertisement
advertisement
আরও পড়ুন: Junior Doctor’s Protest: চিকিৎসকের বাড়িতে মাঝরাতে তল্লাশি, পাল্টা রাস্তায় জুনিয়র ডাক্তাররা! শ্যামবাজার থেকে অবরুদ্ধ বি টি রোড
পরেশ বাবুর কথায়, \” যতই দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে এই হস্তশিল্পের চাহিদা। মূল্যবৃদ্ধি, বাঁশের দুষ্প্রাপ্যতা আর অন্যদিকে প্লাস্টিক, সিলভার ও মেলামাইন জাতীয় হালকা টেকসই সামগ্রী নাগরিক জীবনে গ্রামীণ হস্তশিল্পের পণ্যকে হটিয়ে দিয়েছে। এখন এ কাজ করে জীবন চালানো কঠিন । তাই সবাই অন্য পেশা খুঁজে নিচ্ছেন। কেন হারিয়ে যাচ্ছে এই শিল্প এই কথার উত্তরে তিনি জানান, \”কাজ পেলেও সঠিক মজুরি না পাওয়ায় , সকলে অন্য পেশার দিকে ঝুকে যাচ্ছেন। কেউ আর বাঁশের কাজ করতে চাইছে না।\” তার ইচ্ছে রয়েছে আগামী প্রজন্মকে বাঁশের কাজ শিখিয়ে এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার। সকলের সঙ্গে আলোচনা করে তার একটি বাঁশের তৈরি কাজের কর্মশালা করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: বাঁশ শিল্পকে বাঁচিয়ে রাখতে ৩০ বছর ধরে কাজ করছেন পরেশ
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement