Siliguri News: পিস নয়, এই জায়গায় কেজি দরে বিক্রি হচ্ছে কম্বল! তাও আবার দুবাই, সৌদি আরব, কাতারের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
সফট এবং আল্ট্রাসফট এই দুই ধরনের কম্বল তাদের দোকানে পাওয়া যাচ্ছে।
শিলিগুড়ি: কেজি দরে বিক্রি হচ্ছে কম্বল। শীতের দোরগোড়ায় কম্বল নিয়ে হাজির উত্তর প্রদেশের যুবকরা। শীত আসছে ঠান্ডা ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে শহরে। রাত হলেই ব্যবহার করতে হচ্ছে কম্বল। তাই কম্বল নিয়ে উত্তর প্রদেশের যুবকরা পসরা সাজিয়েছে শিলিগুড়ির রাস্তায়।
নতুন পোশাকের পাশাপাশি নানা রঙের বিদেশি আরামদায়ক কম্বল ব্যবহারের চল অনেক আগের থেকেই শুরু হয়েছে। ঝাঁ চকচকে দোকানের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার রাস্তা পাশেই গড়ে উঠেছে শীতবস্ত্রের দোকান। এই সকল দোকানে দেখা মিলে দুবাই, সৌদি আরব, কাতার থেকে আনা বিভিন্ন সাইজের কম্বল। ৩৫০ টাকা কেজি থেকে শুরু করে ৫৫০ টাকা কেজি দামের কম্বল এখানে পাওয়া যায়। এখনও শীতের আমেজ কম থাকায় বিক্রেতারা এখনো লাভের মুখ না দেখলেও শীত পড়তেই তাদের বিক্রি বাড়বে বলে আশাবাদী তাঁরা।
advertisement
আরও পড়ুন: বিকেল গড়ালেই ছমছমে পরিবেশ, বড়দিনে ঘুরে আসুন কালিম্পংয়ের এই গ্রামে, আজীবন মনে থেকে যাবে
মূলত দু’ধরনের কম্বল নিয়ে বসেছেন উত্তর প্রদেশ থেকে আগত এই যুবকেরা। সফট এবং আল্ট্রাসফট এই দুই ধরনের কম্বল তাদের দোকানে পাওয়া যাচ্ছে। তবে মজার ব্যাপার হল এই সমস্ত কম্বলটাই বিক্রি হচ্ছে কেজি দরে, কেজি হিসেবে ৩৫০-৪৫০ টাকা করে তাদের কম্বলের দাম। জিসান জানান, যে তারা শীত পড়লেই প্রতিবছরই উত্তরপ্রদেশ থেকে ব্যবসা করতে উত্তরবঙ্গে আসেন তবে শিলিগুড়িতে এবার নিয়ে পাঁচবার এসেছেন তারা। এর আগে জলপাইগুড়ি, কোচবিহার সমস্ত জায়গাতেই ব্যবসা করে এসেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ দূর হবে সুগার-কোলেস্টেরলের…! জানুন বিশেষজ্ঞর মত
ব্যবসার শহর শিলিগুড়িতে এবার তাদের ভালো ব্যবসা হবে বলে আশা করছেন জিসান। অন্যদিকে আরেক ব্যবসায়ী মহম্মদ আমান জানাচ্ছেন, যে আমাদের প্রতিবছরই ব্যবসা ভালো হয়। আমরা এখানে বিভিন্ন ধরনের কম্বল রয়েছে বলেই এখানে সবাই আসতে পছন্দ করে। ঢাকেশ্বরী মন্দিরের পাশে আমাদের এই দোকান আমরা পাঁচ বছর ধরে করে আসছি। মার্চ পর্যন্ত আমরা এখানেই থাকব। আমাদের এখানে মূল আকর্ষণই হল আমরা কেজি দরে কম্বল বিক্রি করছি। দামটা অনেকটাই কম তাই সব ধরনের লোকেরাই এখান থেকে কম্বল নিয়ে যেতে পারবেন।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 14, 2024 6:50 PM IST
