Mamata Attacks Ashok Bhattacharya: 'কাজ না করেই অশোক ভট্টাচার্য জিতে যান!' শিলিগুড়ির কাছে 'হাসি' চাইলেন মমতা

Last Updated:

রাজ্যে ক্রমশ ক্ষয়িষ্ণু হলেও শিলিগুড়িকে এখনও 'বামদুর্গ' করে রেখেছেন অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। বিধায়ক হওয়ার পাশাপাশি শিলিগুড়ি পুরবোর্ডেরও দখল নিজের হাতেই রেখেছিলেন তিনি।

#শিলিগুড়ি: উত্তর তাঁকে বিমুখ করেছে লোকসভা ভোটে। তাই 'উত্তরের' কাছে 'হাসি' চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃতদের পরিবারের সঙ্গে বুধবার দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই রীতিমতো উত্তরবঙ্গের আনাচ-কানাচ দৌড়চ্ছেন তিনি। পরপর চারটি সভা করছেন উত্তরবঙ্গে। তারই মধ্যে ডাবগ্রাম-ফুলবাড়িতে দলীয় প্রার্থী গৌতম দেব ও শিলিগুড়ির প্রার্থী ওমপ্রকাশ মিশ্রের সমর্থনে সভা করেন তিনি। আর সেখান থেকেই ওমপ্রকাশ মিশ্রকে সামনে এনে মমতা বলেন, 'অশোক ভট্টাচার্য শিলিগুড়িতে কোনও কাজ করে না। তাও জিতে যায়। সব কাজ করে দিই আমরা। আর উনি জয়ী হন। এবার আমাদের ওমপ্রকাশকে আপনারা জেতান।'
প্রসঙ্গত, রাজ্যে ক্রমশ ক্ষয়িষ্ণু হলেও শিলিগুড়িকে এখনও 'বামদুর্গ' করে রেখেছেন অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। বিধায়ক হওয়ার পাশাপাশি শিলিগুড়ি পুরবোর্ডেরও দখল নিজের হাতেই রেখেছিলেন তিনি। শিলিগুড়িতে উত্তরকন্যা-সহ একাধিক কর্মসূচি নিলেও সেখানে দাঁত ফোটাতে পারেনি শাসক দল তৃণমূল। এবারের নির্বাচনে তাই তৃণমূলকে একটা সুযোগ দেওয়ার আর্জি জানান তৃণমূল নেত্রী।
বস্তুত গোটা উত্তরবঙ্গেই লোকসভা ভোটে কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূলের। উত্তরের ৫৪ আসনের মধ্যে অধিকাংশতেই পিছিয়ে তৃণমূল। বৃহৎ শক্তি হিসেবে উত্তরবঙ্গের একচেটিয়া দখলদারি নিয়ে নেয় বিজেপি। তাই নবান্ন দখলে রাখতে উত্তরের আমজনতার কাছে কাতর আর্জি জানাচ্ছেন মমতা। এদিনও তিনি বলেন, 'উত্তর আমায় ভালো রেজাল্ট দিলে এখানে আমি একটা খেলা উৎসব করব। এরপরের আমি যেন শিলিগুড়িতে হাসিমুখে আসতে পারি।'
advertisement
advertisement
আর উত্তরবঙ্গে বিজেপির ভোটব্যাঙ্ক ধসাতে এদিন বারবার NRC-র প্রসঙ্গ তুলে আনেন তিনি। বলেন, 'বারবার বিজেপিকে ভোট দিলে জেনে রাখুন, ওরা আপনাদের সুরক্ষিত রাখবে না। মিথ্যে কথা বলছে এনআরসি নিয়ে, বলছে এনআরসি নাকি করবে না। সেই বিল কিন্তু এখনও আছে। আর শুনে রাখুন, অসমে ভোট শেষ হতেই কাজ শুরু করে দিয়েছে, বলছে আপনি জবাব দিন, কেন আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না! ভাবুন, এরা এলে আপনাকে আর আপনার জায়গায় থাকতে দেবে না।'
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Attacks Ashok Bhattacharya: 'কাজ না করেই অশোক ভট্টাচার্য জিতে যান!' শিলিগুড়ির কাছে 'হাসি' চাইলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement