Kali Puja 2025: দুর্গাপুজো শেষে শিলিগুড়িতে আসছে বড় চমক! দেখা যাবে বিরাট আইএনএস বিক্রান্ত! লম্বা-চওড়া সবেতেই অবাক করা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
প্রায় ১০০ ফিট লম্বা ও ৪০ ফিট চওড়া এই বিশাল কাঠামো তৈরি করে মণ্ডপে উপস্থাপন করা হবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গৌরব।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: দুর্গাপুজোর আবহ শেষ হতে না হতেই শহর সরগরম কালীপুজোর প্রস্তুতিতে। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে এবছর দ্বিতীয় বর্ষে পা দিচ্ছে তাদের কালীপুজো। শুরু হয়ে গেছে খুঁটি পূজা, আর তার সঙ্গেই জোরকদমে চলছে থিমের প্রস্তুতি। উদ্যোক্তাদের এ বছরের বিশেষ আকর্ষণ—ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত-এর মডেল। প্রায় ১০০ ফিট লম্বা ও ৪০ ফিট চওড়া এই বিশাল কাঠামো তৈরি করে মণ্ডপে উপস্থাপন করা হবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গৌরব। সদ্য ঘটে যাওয়া পেহেলগাঁও ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও সক্রিয় ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতেই এই থিম বেছে নিয়েছে উদ্যোক্তারা।
মণ্ডপ নির্মাণেও থাকছে অভিনবত্ব। কোনও বাঁশ নয়, সম্পূর্ণ কাঠামো দাঁড় করানো হবে লোহা ও যন্ত্রাংশ দিয়ে। প্রতিমায় থাকবে মায়ের চণ্ডীরূপ, যেখানে হিন্দুত্বের আবহ স্পষ্ট। আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক, আর সমস্ত শিল্পকর্ম তৈরি করবেন স্থানীয় শিল্পীরাই।
advertisement
advertisement
শিলিগুড়ির এই পুজোর দর্শকদের জন্য থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী ১৯ অক্টোবর, কালীপুজোর একদিন আগে, মণ্ডপের উদ্বোধন করবেন সেনা, বিমান ও প্রতিরক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা—যারা দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। পুজোর দিনগুলোতে শুধু প্রতিমা দর্শন নয়, থাকবে সামাজিক কাজের নানা অনুষ্ঠান ও বিশেষ শ্যামাসঙ্গীতের আসর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে এবছর শিলিগুড়ির কালীপুজোয় শুধু উৎসবের রঙেই রঙিন নয়, দেশপ্রেমের আবহেও ভরপুর হতে চলেছে। ১০০ ফিট লম্বা আর ৪০ ফিট চওড়া আইএনএস বিক্রান্তের মডেল দর্শনার্থীদের মনে করিয়ে দেবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি আর সেনাদের অমূল্য ত্যাগের কথা। আলো, শিল্পকর্ম আর আরাধনার আবহে শিলিগুড়ি সাক্ষী হতে চলেছে এক অনন্য কালীপুজোর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
October 01, 2025 10:06 AM IST