Nashipur Rail Bridge: নশিপুরের উপর দিয়ে বারাণসী-চেন্নাই নতুন ট্রেন! দাবি আরও অনেক, রেলমন্ত্রীর কাছে জমা পড়ল বিধায়কের লম্বা লিস্ট

Last Updated:
Murshidabad Nashipur Rail Bridge: মুর্শিদাবাদ জেলা মানেই ইতিহাসের জেলা। এই জেলায় বহু পর্যটকরা আসেন শুধু ইতিহাসের টানে। ইতিমধ্যেই চালু হয়েছে নশিপুর সেতু। এবার মুর্শিদাবাদের নশিপুর রেল সেতুর উপর দিয়ে বারাণসী, চেন্নাইয়ের ট্রেন চাইলেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ।
1/6
মুর্শিদাবাদ জেলা মানেই ইতিহাসের জেলা। এই জেলায় বহু পর্যটকরা আসেন শুধু ইতিহাসের টানে। ইতিমধ্যেই চালু হয়েছে নশিপুর সেতু। এবার মুর্শিদাবাদের নশিপুর রেল সেতুর উপর দিয়ে বারাণসী, চেন্নাইয়ের ট্রেন চাইলেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। (ছবি ও তথ্য: তন্ময় মণ্ডল)
মুর্শিদাবাদ জেলা মানেই ইতিহাসের জেলা। এই জেলায় বহু পর্যটকরা আসেন শুধু ইতিহাসের টানে। ইতিমধ্যেই চালু হয়েছে নশিপুর সেতু। এবার মুর্শিদাবাদের নশিপুর রেল সেতুর উপর দিয়ে বারাণসী, চেন্নাইয়ের ট্রেন চাইলেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। (ছবি ও তথ্য: তন্ময় মণ্ডল)
advertisement
2/6
নশিপুর রেল সেতু হয়ে নতুন ট্রেন ও রুট বাড়ানোর দাবিতে মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ দিল্লিতে নিজে উপস্থিত হয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন। তিনি বিস্তারিত দাবিপত্রও রেল মন্ত্রীর কাছে জমা দেন।
নশিপুর রেল সেতু হয়ে নতুন ট্রেন ও রুট বাড়ানোর দাবিতে মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ দিল্লিতে নিজে উপস্থিত হয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন। তিনি বিস্তারিত দাবিপত্রও রেল মন্ত্রীর কাছে জমা দেন।
advertisement
3/6
ইতিহাস নগরী ও পর্যটকদের অন্যতম আকর্ষণ হল মুর্শিদাবাদ। তাই পর্যটকদের কথা মাথায় রেখেই গৌরী দাবি জানিয়েছেন, নশিপুর রেল সেতুর জন্য প্রায় ১১ বছর অপেক্ষা করতে হয়েছে মুর্শিদাবাদের মানুষকে। নির্মাণ শেষ হওয়ার পর ১১ বছর অপেক্ষার পর ২০২৪ সালের ৩ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুটির উদ্বোধন করেন। বর্তমানে জনস্বার্থে নতুন ট্রেন এবং কিছু রুট বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
ইতিহাস নগরী ও পর্যটকদের অন্যতম আকর্ষণ হল মুর্শিদাবাদ। তাই পর্যটকদের কথা মাথায় রেখেই গৌরী দাবি জানিয়েছেন, নশিপুর রেল সেতুর জন্য প্রায় ১১ বছর অপেক্ষা করতে হয়েছে মুর্শিদাবাদের মানুষকে। নির্মাণ শেষ হওয়ার পর ১১ বছর অপেক্ষার পর ২০২৪ সালের ৩ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুটির উদ্বোধন করেন। বর্তমানে জনস্বার্থে নতুন ট্রেন এবং কিছু রুট বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
advertisement
4/6
বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ নশিপুর রেল সেতুর উপর দিয়ে নিম্নলিখিত ট্রেনগুলি দ্রুত চালুর জন্য রেল মন্ত্রকের হস্তক্ষেপ চান। মালদহ-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, হলদিবাড়ি কলকাতা এক্সপ্রেস, বর্ধমান জংশন থেকে মুর্শিদাবাদ জংশনের ট্রেন যা প্রতিদিন সকাল ১০টা নাগাদ। রানাঘাট মালদহ টাউন লোকাল, মুর্শিদাবাদ বারাণসী এক্সপ্রেস, সাপ্তাহিক বিশেষ। মুর্শিদাবাদ চেন্নাই এক্সপ্রেস, সপ্তাহে একদিন, গুয়াহাটি শিয়ালদহ এক্সপ্রেস।
বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ নশিপুর রেল সেতুর উপর দিয়ে নিম্নলিখিত ট্রেনগুলি দ্রুত চালুর জন্য রেল মন্ত্রকের হস্তক্ষেপ চান। মালদহ-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, হলদিবাড়ি কলকাতা এক্সপ্রেস, বর্ধমান জংশন থেকে মুর্শিদাবাদ জংশনের ট্রেন যা প্রতিদিন সকাল ১০টা নাগাদ। রানাঘাট মালদহ টাউন লোকাল, মুর্শিদাবাদ বারাণসী এক্সপ্রেস, সাপ্তাহিক বিশেষ। মুর্শিদাবাদ চেন্নাই এক্সপ্রেস, সপ্তাহে একদিন, গুয়াহাটি শিয়ালদহ এক্সপ্রেস।
advertisement
5/6
বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ জানিয়েছেন, “কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজীর সঙ্গে দিল্লীতে সাক্ষাৎ করা হয়েছে। নশিপুর হল্ট ষ্টেশন পুনরায় চালু করা, মুর্শিদাবাদ শহরে রেলওয়ে ওভারব্রীজ নির্মাণ, নশিপুর ব্রীজ দিয়ে নতুন ট্রেন চালানো ও কিছু ট্রেনের রুটকে আজিমগঞ্জ থেকে যাতে মুর্শিদাবাদ জংশন অবধি এক্সটেনশন করা যায় ও জেলার আরও রেলের বিষয়কে কেন্দ্রকে রেলমন্ত্রীকে স্মারক লিপি জমা দেওয়া হয়েছে।
বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ জানিয়েছেন, “কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজীর সঙ্গে দিল্লীতে সাক্ষাৎ করা হয়েছে। নশিপুর হল্ট ষ্টেশন পুনরায় চালু করা, মুর্শিদাবাদ শহরে রেলওয়ে ওভারব্রীজ নির্মাণ, নশিপুর ব্রীজ দিয়ে নতুন ট্রেন চালানো ও কিছু ট্রেনের রুটকে আজিমগঞ্জ থেকে যাতে মুর্শিদাবাদ জংশন অবধি এক্সটেনশন করা যায় ও জেলার আরও রেলের বিষয়কে কেন্দ্রকে রেলমন্ত্রীকে স্মারক লিপি জমা দেওয়া হয়েছে।"
advertisement
6/6
এছাড়াও ০৩০৭০, ০৩০৯৪, ০৩০৭৮, ০৩০৮৮, ০৩০৬৬ এই পাঁচটি ট্রেন বর্তমানে রামপুরহাট থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত চলে। তিনি অনুরোধ করেছেন, এগুলির রুট আজিমগঞ্জ জংশনের বদলে মুর্শিদাবাদ জংশন পর্যন্ত বাড়ানো হোক। এছাড়াও কবিগুরু এক্সপ্রেস ১৩০২৭ আজিমগঞ্জ কবিগুরু এবং গণদেবতা এক্সপ্রেস ১৩০১৭ গনদেবতা এক্সপ্রেস এই দুটি বর্ধমান জংশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত চলে। এগুলিও মুর্শিদাবাদ জংশন মুর্শিদাবাদ জংশন পর্যন্ত বাড়ানোর দাবি জানান বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। (ছবি ও তথ্য: তন্ময় মণ্ডল)
এছাড়াও ০৩০৭০, ০৩০৯৪, ০৩০৭৮, ০৩০৮৮, ০৩০৬৬ এই পাঁচটি ট্রেন বর্তমানে রামপুরহাট থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত চলে। তিনি অনুরোধ করেছেন, এগুলির রুট আজিমগঞ্জ জংশনের বদলে মুর্শিদাবাদ জংশন পর্যন্ত বাড়ানো হোক। এছাড়াও কবিগুরু এক্সপ্রেস ১৩০২৭ আজিমগঞ্জ কবিগুরু এবং গণদেবতা এক্সপ্রেস ১৩০১৭ গনদেবতা এক্সপ্রেস এই দুটি বর্ধমান জংশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত চলে। এগুলিও মুর্শিদাবাদ জংশন মুর্শিদাবাদ জংশন পর্যন্ত বাড়ানোর দাবি জানান বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। (ছবি ও তথ্য: তন্ময় মণ্ডল)
advertisement
advertisement
advertisement