Launch Service: স্বাস্থ্য পরীক্ষার জের, তিন রুটের ভরসা একটি লঞ্চ! ভরা মরশুমে নুরপুর জলপথে নাজেহাল যাত্রী থেকে পর্যটকরা

Last Updated:
South 24 Parganas Launch Service: লঞ্চ সার্ভে থাকার কারণে অসুবিধা নুরপুর জলপথে। পরপর দু'দিন একটি লঞ্চ দিয়েই পরিষেবা। দিশেহারা যাত্রী ও পর্যটকরা।
1/6
লঞ্চ স্বাস্থ্য পরীক্ষা থাকার কারণে অসুবিধা নুরপুর জলপথে। পরপর দু'দিন একটি লঞ্চ দিয়েই গাদিয়াড়া-গেঁওখালি এবং গাদিয়াড়া-নুরপুর রুটে পরিষেবা দিয়েছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। ফলে দিশাহারা অবস্থা যাত্রী ও পর্যটকদের। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
লঞ্চ স্বাস্থ্য পরীক্ষা থাকার কারণে অসুবিধা নুরপুর জলপথে। পরপর দু'দিন একটি লঞ্চ দিয়েই গাদিয়াড়া-গেঁওখালি এবং গাদিয়াড়া-নুরপুর রুটে পরিষেবা দিয়েছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। ফলে দিশাহারা অবস্থা যাত্রী ও পর্যটকদের। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
হুগলি নদী ও রূপনারায়ণের সঙ্গমস্থলে তিন জেলার তিন প্রান্তে রয়েছে তিনটি পর্যটন কেন্দ্র। হাওড়ার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি এবং গাদিয়াড়া থেকে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর রুটে প্রতিদিন যথাক্রমে ১৪টি ও ১৩টি ট্রিপ করে সমবায়ের লঞ্চ।
হুগলি নদী ও রূপনারায়ণের সঙ্গমস্থলে তিন জেলার তিন প্রান্তে রয়েছে তিনটি পর্যটন কেন্দ্র। হাওড়ার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি এবং গাদিয়াড়া থেকে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর রুটে প্রতিদিন যথাক্রমে ১৪টি ও ১৩টি ট্রিপ করে সমবায়ের লঞ্চ।
advertisement
3/6
তার বদলে পরপর দু’দিন মাত্র একটি লঞ্চ দিয়ে পরিষেবা জারি রাখায় নাকাল হয়েছেন তিন পাড়ের মানুষ। নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে।
তার বদলে পরপর দু’দিন মাত্র একটি লঞ্চ দিয়ে পরিষেবা জারি রাখায় নাকাল হয়েছেন তিন পাড়ের মানুষ। নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে।
advertisement
4/6
শীত চলে আসায় পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। তার উপর রয়েছে সাধারণ যাত্রীদের চাপ। এই দু'দিন লঞ্চ অনিয়মিত চলাচল করায় সমস্যার মধ্যে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকরা।
শীত চলে আসায় পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। তার উপর রয়েছে সাধারণ যাত্রীদের চাপ। এই দু'দিন লঞ্চ অনিয়মিত চলাচল করায় সমস্যার মধ্যে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকরা।
advertisement
5/6
যে লঞ্চ যাত্রী নিয়ে গাদিয়াড়া থেকে গেঁওখালি গিয়েছে, সেটি ফিরে আসার পর ওই লঞ্চকেই পাঠানো হয়েছে নুরপুরে। আবার নুরপুর থেকে ফিরে গিয়েছে গেঁওখালি।
যে লঞ্চ যাত্রী নিয়ে গাদিয়াড়া থেকে গেঁওখালি গিয়েছে, সেটি ফিরে আসার পর ওই লঞ্চকেই পাঠানো হয়েছে নুরপুরে। আবার নুরপুর থেকে ফিরে গিয়েছে গেঁওখালি।
advertisement
6/6
এভাবে পরিষেবা দেওয়ায় লঞ্চঘাটগুলিতে সকাল থেকেই উপচে পড়েছে ভিড়। একবার লঞ্চ মিস করলেই বসে থাকতে হয়েছে দু'-আড়াই ঘণ্টা। ফলে কাজকর্ম শিকেয় উঠেছে তাঁদের। দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
এভাবে পরিষেবা দেওয়ায় লঞ্চঘাটগুলিতে সকাল থেকেই উপচে পড়েছে ভিড়। একবার লঞ্চ মিস করলেই বসে থাকতে হয়েছে দু'-আড়াই ঘণ্টা। ফলে কাজকর্ম শিকেয় উঠেছে তাঁদের। দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement