Siliguri Durga Puja 2025: রেকর্ড গড়ল শিলিগুড়ি! ৫১ ফুটের দুর্গা প্রতিমা, হাঁ করে দেখবেন দর্শক

Last Updated:

Siliguri Durga Puja 2025: শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ এবার উত্তরবঙ্গের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা তৈরি করে চমক দিয়েছে। ৫১ ফুট উচ্চতার এই প্রতিমা দেখতে ষষ্ঠী থেকেই দর্শনার্থীর ভিড় উপচে পড়েছে

+
শিলিগুড়ির

শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘের বিশাল দুর্গা!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গের দুর্গোৎসবে এবার যেন এক অন্য রকম চমক। শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ এবছর উপহার দিয়েছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা—একান্ন ফুট উচ্চতার দৃষ্টিনন্দন সৃষ্টি। ৬৮ তম বর্ষে পা রাখা এই ক্লাবের উদ্যোগে মণ্ডপ উদ্বোধন হতেই শহরবাসীর ঢল নেমেছে প্রতিমা দর্শনে।
এই প্রথম উত্তরবঙ্গে এত উঁচু প্রতিমা তৈরি হয়েছে। স্বস্তিকা যুবক সংঘ মানেই নতুনত্ব—বিগত কয়েক বছরে থিমের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছে তারা। তবে এবার ক্লাব সদস্যরা প্রতিমার উপরেই জোর দিয়েছেন। তাঁদের কথায়, শহরবাসীকে এক অনন্য উপহার দিতেই এই বিরাট উদ্যোগ।
আরও পড়ুন: সেরা মণ্ডপ আর প্রতিমার খেতাব!শিলিগুড়িতে কে পেল সম্মান? মিস করবেন না
ক্লাব শুধু প্রতিমার আকারেই নয়, আয়োজনেও ভরপুর চমক রেখেছে। এবারের বিশেষ আকর্ষণ মহিলা ঢাকি দল। কলকাতার বিশিষ্ট ঢাকি শিল্পী মনা দাস তাঁর সম্পূর্ণ গ্রুপ নিয়ে হাজির হয়েছেন। পুজোর কটা দিন তাল-ঢাকের মাদল বাজিয়ে মাতিয়ে রাখবেন দর্শনার্থীদের।
advertisement
advertisement
তবে এত বিশাল আয়োজন মানেই নিরাপত্তায় কড়া নজরদারি। কারণ, মণ্ডপের একেবারে পাশেই রেললাইন ও ব্যস্ত রাস্তা। তাই পুলিশের পাশাপাশি ক্লাবের পক্ষ থেকেও বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করা হয়েছে। যাতে একটিও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আরও পড়ুন: শহরের বিগ বাজেট দুর্গাপুজো এক নজরে! মন্ডপে উপচে পড়া ভিড় আর চোখ ধাঁধানো আকর্ষণ
ক্লাব সদস্য সৌম্যদীপ রায় বলেন, “উদ্বোধনের পর থেকেই মানুষের উচ্ছ্বাস চোখে পড়ছে। আমরা আশা করি, এ বার শিলিগুড়ির দুর্গাপুজোর ইতিহাসে স্বস্তিকা যুবক সংঘ এক অনন্য সৃষ্টি হিসেবে জায়গা করে নেবে।”
advertisement
ইতিমধ্যেই শহরের নানা প্রান্ত থেকে ভিড় জমছে একান্ন ফুট উচ্চতার দুর্গা প্রতিমা দেখার জন্য। দর্শনার্থীর উচ্ছ্বাস আর আনন্দ দেখে ক্লাব কর্তৃপক্ষের একটাই মত—তাদের এই মহতী প্রয়াস সার্থক।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Durga Puja 2025: রেকর্ড গড়ল শিলিগুড়ি! ৫১ ফুটের দুর্গা প্রতিমা, হাঁ করে দেখবেন দর্শক
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement