Jalpaiguri News: দারুণ খবর! এই জঙ্গলে গেলে এবার তুলতে পারবেন হাতির সঙ্গে সেলফি! জানুন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: গরুমারায় ‘এলফি জোন’! হাতিদের সঙ্গে সেলফির আকর্ষণীয় নতুন সুযোগ। ডুয়ার্সের প্রকৃতির কোলে হাতিদের সঙ্গে সেলফি তোলার দারুণ সুযোগ এনে দিল গরুমারা বন্যপ্রাণ বিভাগ
জলপাইগুড়ি: গরুমারায় ‘এলফি জোন’! হাতিদের সঙ্গে সেলফির আকর্ষণীয় নতুন সুযোগ। ডুয়ার্সের প্রকৃতির কোলে হাতিদের সঙ্গে সেলফি তোলার দারুণ সুযোগ এনে দিল গরুমারা বন্যপ্রাণ বিভাগ। জলপাইগুড়ির ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে’ কুনকি হাতিদের সঙ্গে পর্যটকদের স্মৃতি বন্দি করার এই বিশেষ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘এলফি’—এলিফ্যান্ট ও সেলফির সংমিশ্রণে নতুন এক অভিজ্ঞতা।
মাধুরী, হিলারি, ডায়নার মতো কুনকি হাতিদের সঙ্গে দেড় ঘণ্টা কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা। যদিও তাদের সামনে সরাসরি যাওয়া যাবে না, তবে নিরাপদ দূরত্বে রাখা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে নেওয়া যাবে দারুণ কিছু ছবি। আগে ধুপঝরা এলিফ্যান্ট ক্যাম্পে কুনকি হাতিদের হাতিদের স্নান করাতে পারতেন পর্যটকেরা। সেটি এখন বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে এসেছে ‘সেলফি জোন’।
advertisement
advertisement
ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে প্রতিদিন হাতিরা জঙ্গল টহল দিয়ে ফিরে আসে পিলখানায়। তাদের দেখভালের দায়িত্বে থাকেন মাহুত ও পাতাওয়ালারা। হাতিদের সঙ্গে এই মানবিক সম্পর্কের ছোঁয়া পর্যটকদের আরও কাছে নিয়ে আসবে নতুন উদ্যোগটি। চলতি শীতের মরশুমেই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘এলফি জোন’।
advertisement
কবে থেকে, কোন সময়ে এবং একসঙ্গে কতজন পর্যটক যেতে পারবেন, সে সম্পর্কে বন দফতর শিগগিরই ঘোষণা করবে। তবে ইতিমধ্যেই এই উদ্যোগ ঘিরে উচ্ছ্বসিত পর্যটকরা। ডুয়ার্সের স্বাভাবিক সৌন্দর্যের সঙ্গে হাতিদের মানবিক সান্নিধ্যে ‘এলফি’ হয়ে উঠবে এক অনন্য অভিজ্ঞতা।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 8:59 PM IST
