একটি ঘরেই পড়ুয়াদের গাদাগাদি, চলছে চারটি শ্রেণির ক্লাস! 'আজব' পরিস্থিতি রাজ্যের এই বিদ্যালয়ে
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
শিক্ষকদের পড়াশোনা বোঝানো থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পড়াশোনা বোঝা, সবেতেই অসুবিধা হচ্ছে
মালদহ, জিএম মোমিনঃ স্কুলের একটি ক্লাসঘরেই টিচারদের চারটি টেবিল। ওই রুমে বসে আবার চারটি ক্লাসের পড়ুয়ারাও। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী অবধি সকল ছাত্রছাত্রীরা একই ক্লাসে পড়াশোনা করছেন। চলছে পড়ুয়াদের হইচই। তার মধ্যেই ক্লাস নিয়ে চলেছেন শিক্ষক-শিক্ষিকারা। মালদহের হবিবপুর ব্লকের দমদমা প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি।
বিদ্যালয় ভবনে চলছে নতুন ঘর নির্মাণের কাজ। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, তবুও অজানা কারণে বহুদিন ধরে আটকে রয়েছে শেষ মুহূর্তের কাজ। স্কুলের ঘরের কাজ সম্পূর্ণ না হওয়ায় একই ঘরে ক্লাস হচ্ছে চারটি শ্রেণীর ছাত্রছাত্রীদের। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়াদের। শিক্ষকদের পড়াশোনা বোঝানো থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পড়াশোনা বোঝা, সবেতেই অসুবিধা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়েছিলেন, আর ফেরেননি বাড়ি! নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের মৃতদেহ
স্কুলের প্রধান শিক্ষক জগদীশ দাস জানান, শ্রেণিকক্ষের অভাবে স্কুল চালাতে খুব সমস্যা হচ্ছে। অনেক সময় বারান্দাতেও ছাত্রছাত্রীদের পড়াতে হয়। স্কুলে দু’টি শ্রেণিকক্ষ নির্মাণের কাজ শুরু হয়েছিল। তবে কী কারণে কাজ আটকে রয়েছে জানিনা। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
advertisement
advertisement
জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল জানান, স্কুলে নির্মাণ কাজের কারণে বড় একটি ক্লাসরুমে ছেলেমেয়েদের ক্লাস নেওয়া হচ্ছে। স্কুলের ভবন নির্মাণের কাজ চলছে। আশা করছি আগামী ২০ দিনে কাজ সম্পন্ন হলে সমস্যাটির সমাধান হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গত বছর থেকেই স্কুলের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। চলছে দু’টি ক্লাসঘর তৈরির কাজ। তবে এক বছর অতিক্রান্ত হতে চললেও কেন এতদিন আটকে ছিল নির্মাণ কাজ? সুবিধার জন্য ঘর তৈরি হলেও কেন এমন অসুবিধার মধ্যে পড়াশোনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের? প্রশ্নের মুখে জেলার শিক্ষা ব্যবস্থা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 3:22 PM IST