Christmas day: বড়দিনের আগেই রাস্তায় এ কী করছে সান্তা ক্লজ! অবাক স্থানীয়রা
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Christmas Day: বড়দিনের কথা মাথায় এলেই সবার প্রথমে মাথায় আসে সান্তা ক্লজের কথা। যিনি কাঁধে থাকা ঝুলি থেকে সকলের জন্য খেলনা উপহার দিয়ে থাকেন। তবে এবার বড়দিনের আগেই কোচবিহারের শহরের রাস্তায় দেখা মিলল দুই সান্তা ক্লজের।
কোচবিহার: বড়দিনের কথা মাথায় এলেই সবার প্রথমে মাথায় আসে সান্তা ক্লজের কথা। যিনি কাঁধে থাকা ঝুলি থেকে সকলের জন্য খেলনা উপহার দিয়ে থাকেন। তবে এবার বড়দিনের আগেই কোচবিহারের শহরের রাস্তায় দেখা মিলল দুই সান্তা ক্লজের। দু’জনেই একসঙ্গে শহরের বিভিন্ন রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছেন। তবে খেলনা বিলি করছে না করছে একটি সামাজিক সচেতনতামূলক লিফলেট বিলি। যেখানে লেখা রয়েছে প্লাস্টিক পরিবেশের জন্য কতটা দূষণ ঘটিয়ে থাকে। এছাড়া রাস্তায় পড়ে থাকা নোংরা প্লাস্টিক তাঁরা কুড়িয়ে ভরে নিচ্ছেন নিজেদের সঙ্গে থাকা ব্যাগে।
সান্তা সেজে ঘুরে বেড়ানো সমাজসেবী শঙ্কর রায় জানান, প্রতিবছর বড়দিনের সময় সান্তা ক্লজকে নিয়ে ছোট থেকে বড় সকলের মধ্যে এক আলাদা উদ্দীপনা থাকে। বর্তমানে তিনি বড়দিনের আগে এই কারণেই সান্তা ক্লজ সেজে ঘুরে বেড়াচ্ছেন শহরের রাস্তায়। যাতে তাঁকে দেখে আরও মানুষ এগিয়ে আসেন। শহরের রাস্তায় যেভাবে যত্রতত্র নোংরা প্লাস্টিক পড়ে থাকে, তাতে পরিবেশ অনেকটাই দূষণের শিকার হয়। তাই মানুষের উচিত প্লাস্টিক দ্রব্য অনেকটাই কম ব্যবহার করা।
advertisement
advertisement
এছাড়া তিনি আরও বলেন, “পড়শি দেশ ভুটানে প্লাস্টিকের যত্রতত্র পড়ে থাকার সমস্যা নেই বললেই চলে। কারণ, সেখানে বহু জায়গায় ডাস্টবিন রয়েছে। এমন ব্যবস্থা পশ্চিমবঙ্গেও করা উচিত। একদিকে প্লাস্টিক দ্রব্য কম ব্যবহার, আর অপরদিকে ব্যবহার করা প্লাস্টিক দ্রব্য ডাস্টবিনে ফেলা। তাহলে খুব সহজেই পরিবেশ দূষণমুক্ত থাকতে পারবে। না হলে, অদূর ভবিষ্যতে এই দূষণের মাত্রা আরও অনেকটাই বেড়ে উঠবে। তাই তিনি ছোট থেকে বড় সকলের মধ্যেই এই লিফলেট বিলি করছেন। এছাড়া সকলকে বলছেন প্লাস্টিক দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে। যাতে ভবিষ্যতে তাঁরাও অযথা প্লাস্টিক দ্রব্য ব্যবহার কমাতে পারেন।”
advertisement
শহরের বুকে এভাবে সান্তা ক্লজকে ঘুরে বেড়াতে দেখে অনেকেই এগিয়ে এসে ছবি তুলছেন। আবার অনেকে তো দাঁড়িয়ে দেখছেন সান্তা ক্লজের এই অবাক করা কাণ্ড। তবে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন সমাজসেবীর এই ধরনের কর্মকাণ্ড দেখে। তবে শঙ্কর আগামী দিনেও তাঁর এই ধরনের সমাজ সচেতনতার কর্মকাণ্ড চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2024 4:53 PM IST









