Alipurduar News: শহিদ জওয়ানের নামে তৈরি হচ্ছিল রাস্তা! হঠাৎই কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা! ব্যাপারটা কী?
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
শহিদ জওয়ানের নামাঙ্কিত রাস্তা তৈরির কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। অভিযোগ রাস্তা তৈরিতে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের। শহিদের নামাঙ্কিত রাস্তার এই অবস্থা সহ্য করতে পারছেন না এলাকাবাসীরা।
অনন্যা দে, আলিপুরদুয়ার: শহিদ জওয়ানের নামাঙ্কিত রাস্তা তৈরির কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। অভিযোগ রাস্তা তৈরিতে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের। শহিদের নামাঙ্কিত রাস্তার এই অবস্থা সহ্য করতে পারছেন না এলাকাবাসীরা।
২০২০ সালের ১৫ জুন গালোয়ান সীমান্ত এলাকায় চিনা আগ্রাসন রুখতে গিয়ে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনা জওয়ান বিপুল রায়। তাঁকে ভুলে যাননি এলাকাবাসীরা। তাঁর স্মৃতিতেই রাস্তার নামকরণ হয়েছিল এলাকায়। এই রাস্তা তৈরির কাজও শুরু হয়েছিল। মহাকাল চৌপতি থেকে গদাধর ব্রিজ পর্যন্ত শহিদ বিপুল রায় রোডের কাজ শুরু হওয়ার পর নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন শহিদ বিপুল রায়ের ভাই বকুল রায় সহ এলাকার বাসিন্দারা। নিম্নমানের কাজ করা হচ্ছে রাস্তায়, অভিযোগ এমনটাই।
advertisement
advertisement
কী কাজ হবে? জনগণ তা জানেন না। কালভার্ট বানানো হচ্ছে রড ছাড়াই। তাছাড়া রাস্তার দুই পাশে পাথরের বাঁধ দেওয়া হচ্ছে খুবই ছোট মাপের পাথর দিয়ে এবং উচ্চতা খুবই কম। গত কয়েকদিন ধরেই নিম্নমানের কাজের অভিযোগ করছিলেন এলাকার বাসিন্দারা। ঠিকাদারকে কাজের মান উন্নত করার কথা বলেছিলেন তারা। এরপর কোনও সাড়া পাননি এলাকাবাসীরা। বাধ্য হয়েই কালভার্টের কাজ, অন্যদিকে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা।
advertisement
শহিদের ভাই বকুল রায় জানান, “কাজ যেটা হচ্ছে তার বিবরণ দিয়ে একটি বোর্ড দেওয়া হয় সব স্থানেই। কিন্তু এখানে নেই। আমরা কী করে বুঝব কী কী কাজ হচ্ছে। এই রাস্তায় গ্রামবাসীদের আবেগ জড়িয়ে। রাস্তা নির্মাণ নিয়ে কোনও ভুলচুক আমরা সহ্য করব না।” যতক্ষণ পর্যন্ত ঠিকাদার এলাকার বাসিন্দাদের কাছে কাজের পূর্ণ তালিকা না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতে দেবেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 9:00 PM IST
