Lataguri Homeopathy : আগে চিকিৎসা মিলত মাত্র দু-এক পয়সায়! আধুনিক লাটাগুড়িতে হোমিওপ্যাথি ক্লিনিক যেন জীবন্ত ইতিহাস

Last Updated:

Lataguri Homeopathy : বদলে যাওয়া শহরের মাঝে এক টুকরো ইতিহাস লাটাগুড়ি হোমিওপ্যাথি ক্লিনিক। কাঠের দোতলা বাড়ি আজও স্বমহিমায় দাঁড়িয়ে।

+
লাটাগুড়ির

লাটাগুড়ির হোমিওপ্যাথি ক্লিনিক

জলপাইগুড়ি, সুরজিৎ দে : লাটাগুড়ির বদলে যাওয়া শহরের মাঝে এক টুকরো ইতিহাস।  শতাব্দী প্রাচীন এই বাড়ি আজও মানুষের ভরসা! কেন এই বাড়ির ওপর এত মানুষ ভরসা করে জানেন? এখানেই যে মেলে সকল অসুস্থতার ওষুধ! জলপাইগুড়ির লাটাগুড়ি আজ দ্রুত পাল্টে যাচ্ছে। নতুন দোকান, পর্যটকের ভিড়, ব্যস্ত বাজার, সব মিলিয়ে বদলে গিয়েছে শহরের চেহারা।
কিন্তু এই পরিবর্তনের ভিড়ে এখনও একা ও অনাড়ম্বর ভাবে দাঁড়িয়ে আছে একটি কাঠের দোতলা বাড়ি। নাম- লাটাগুড়ি হোমিওপ্যাথি। গরুমারা জঙ্গলের একেবারে পাশে থাকা এই ক্লিনিকই যেন লাটাগুড়ির অতীতের গন্ধ আজও বয়ে নিয়ে চলেছে। প্রায় এক শতাব্দীর কাছাকাছি ইতিহাস এই চিকিৎসালয়ের। বর্তমানের এই দাতব্য পরিষেবা হিসেবে ক্লিনিকটির সূচনা করেন বর্তমান চিকিৎসকের বাবা।
advertisement
advertisement
তখন মাত্র এক পয়সা–দুই পয়সায় চিকিৎসা মিলত এখানে। দরিদ্র মানুষের কাছে এই বাড়িটি ছিল ভরসার একমাত্র ঠিকানা। আজ সময় বদলেছে, চিকিৎসা ফি-ও কিছুটা বেড়েছে, তবুও রোগীর প্রতি মানবিকতা, যত্ন আর পরিষেবার মনোভাব সবই আগের মতোই অটুট। প্রতিদিনই দু’একজন রোগী এখনও এখানে আসেন। প্রেসক্রিপশনের পাশাপাশি তাঁদের সঙ্গে আড্ডায় উঠে আসে এই ক্লিনিকের পুরনো গল্প।  লাটাগুড়ির পথচলার সঙ্গে মিশে আছে এই বাড়ির প্রতিটি কাঠের তক্তা, প্রতিটি দাগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লাটাগুড়ি বাজারে ঢোকার আগেই চোখে পড়ে ঐতিহ্যবাহী কাঠের বাড়িটি। আশপাশে গড়ে উঠেছে আধুনিক দোকানপাট, নতুন হোটেল, ব্যস্ততার ভিড়। তবুও এই পুরনো ক্লিনিক যেন শান্ত ভাবে মনে করিয়ে দেয়, এই শহর একদিন এমনই ছিল সরল, নিরিবিলি, আর মানুষের ভরসায় ভরপুর। বদলে যাওয়া লাটাগুড়ির মধ্যেও তাই লাটাগুড়ি হোমিওপ্যাথি ক্লিনিক একটি চিকিৎসালয় তো বটেই, সঙ্গে এটি এক টুকরো স্মৃতি, এক টুকরো ইতিহাসও। যা এখনও নিঃশব্দে বয়ে নিয়ে চলছে প্রজন্মের গল্প!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lataguri Homeopathy : আগে চিকিৎসা মিলত মাত্র দু-এক পয়সায়! আধুনিক লাটাগুড়িতে হোমিওপ্যাথি ক্লিনিক যেন জীবন্ত ইতিহাস
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement