Prashant Kishor: ‘যদি ২ লাখ টাকার কথাটা রাখে..,’ নীতীশকে আবারও চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের! বললেন, ‘রাজনীতি ছেড়ে দেব’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তবে এই হারের পরেও নীতীশ কুমারের জেডি(ইউ)-র বিরুদ্ধে ‘ভোট কেনা’র অভিযোগে সরব হন তিনি৷ নতুন করে চ্যালেঞ্জ করেন বিহারের ‘নেতাজি’কে৷ ভোটের আগে প্রশান্ত কিশোর সর্বসমক্ষে চ্যালেঞ্জ করে বলেছিলেন, এবারের বিহার নির্বাচনে নীতীশ কুমারের দল জেডি(ইউ) যদি ২৫টার বেশি আসন পায়, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন৷
পটনা: নতুন তৈরি নিজের দল জন সুরজ পার্টি নিয়ে ভোটের ময়দানে লড়তে নেমেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে৷ মোদি, মমতা থেকে শুরু করে নীতীশ যাঁর ‘কৌশল’ অবলম্বন করে কিনা ভোটে বিপুল লাভ পেয়েছেন, সেই পিকে প্রথম ভোটেই ধরাশায়ী৷ ২৪৩ বিধানসভার বিহারে ২৩৮টিতে প্রার্থী দিয়ে একটিতেও জিততে পারেনি প্রশান্ত কিশোরের দল৷ ৯৮% কেন্দ্রে জমানত বাজেয়াপ্ত হয়েছে প্রার্থীর৷ সেই প্রশান্ত কিশোরই এবার নতুন সরকারের দিকে ছুড়ে দিলেন নতুন চ্যালেঞ্জ৷
advertisement
বিহার ভোটে শোচনীয় পরাজায়ের পরে মঙ্গলবার প্রথম সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেন প্রশান্ত কিশোর৷ এই ভোটে পরাজয়ের সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে তুলে নেন তিনি৷ বলেন, ‘‘আমি সমস্ত দায় আমার কাঁধে নিচ্ছি৷ আমি মানুষকে বুঝতে পারিনি৷ আমরা চেষ্টা করেছিলাম৷ কিন্তু ব্যর্থ হয়েছি৷ চেষ্টাও কোথাও নিশ্চই ভুল ছিল৷’’
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পিকে বলেন, ‘‘আমি আগে বলেছিলাম, জেডি(ইউ) যদি ২৫টার বেশি আসন পায়, আমি রাজনীতি ছেড়ে দেব৷ এখন মানুষ সেটা নিয়ে কথা বলছে৷ আমি কিন্তু এখনও সেই কথাই বলছি৷ যদি নীতীশ কুমার দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে ২ লক্ষ করে টাকা পৌঁছে দিতে পারেন, আর প্রমাণ করেন তিনি প্রলোভন দেখিয়ে ভোটে জেতেননি, তাহলে আমি কোনও রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রাজনীতি ছেড়ে দেব৷’’
advertisement
