Kartik Puja 2025: বড় বাজেটের থিম ছাপিয়ে নজর কাড়ল গ্রাম্য জীবনের ছবি, কাটোয়ায় হিট সবুজ পাতা ক্লাব
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Kartik Puja 2025: শহরের বুকে এযেন একটুকরো গ্রাম! কাটোয়ার কার্তিক লড়াইকে কেন্দ্র করে মেতে উঠেছেন শহরবাসী।
কাটোয়া, পূর্ব বর্ধমান,বনোয়ারীলাল চৌধুরী: শহরের বুকে এযেন একটুকরো গ্রাম! কাটোয়ার কার্তিক লড়াইকে কেন্দ্র করে মেতে উঠেছেন শহরবাসী। অনেকেই ঘুরে দেখছেন বিভিন্ন থিম, প্যান্ডেল। তবে কাটোয়া শহরের মনসা পাড়ার সবুজ পাতা ক্লাবের চিন্তাভাবনা একেবারে আলাদা। সবুজ পাতা ক্লাবের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য থিম করা হয়েছে আমাদের গ্রাম রূপসী বাংলা। থিমের ভিতর প্রবেশ করলেই মনে হবে যেন কোনও ছোট গ্রামে চলে এসেছেন।
আরও পড়ুনঃ হাওড়ার বেআইনি জ্বালানি তেলের গোডাউনে বিধ্বংসী আগুন, মৃত ১! ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন
চায়ের দোকান, সবজি বিক্রেতা, খড়ের চালের ঘর, ধান ঝরানোর ছবি সহ আরও বিভিন্ন কিছু রয়েছে এই থিমে। প্রথম থেকে শুরু করে সবটা দেখলেই মনে পড়ে যাবে ছোটবেলার কথা। যানজটে ভরা শহরের মাঝে এক টুকরো গ্রাম দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।ইট পাথরের বড়ো বড়ো অট্টালিকার মাঝে বাঁশ, কঞ্চি,খড় দিয়ে তৈরি এই গ্রামবাংলার চিত্র এবছরের দর্শনার্থীদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুদক্ষ শিল্পীদের হাতে ফুটে উঠেছে এই অপরূপ শিল্পকর্ম।
advertisement
এ বিষয়ে সবুজ পাতা ক্লাবের কোষাধক্ষ্য সঞ্জীব মুখোপাধ্যায় জানিয়েছেন,”প্রত্যেক বছর একেবারে অন্যরকম কিছু দেখানোর চেষ্টা করি শহরবাসীকে। এবার আমরা গ্রামবাংলার এই থিম করেছি, দর্শনার্থীরা পুরোটা ভাল করে দেখলে তাদের ভাল লাগবে। অনেকেই আসছেন ভিড় করছেন।”কাটোয়া শহরে ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ টি কার্তিক পুজো হয়। তার মধ্যে যেমন কিছু পূজ মন্ডপে রয়েছে সবেকীআনার ছাপ ঠিক তেমনি রয়েছে কয়েকটি বড় বাজেটের থিমের পুজো । চোখ ধাঁধানো সে সব থিমের পুজোয় এবছর নিজেকে কিছুটা আলাদা ভাবে তুলে ধরেছে মনসাপাড়ার সবুজ পাতা ক্লাব। ব্যস্ত শহরের মাঝে এক টুকরো সান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তুলেছেন থিমের সাজে । রয়েছে মাটির দেওয়াল খড়ের চাল ,উঠানের মাঝে,তুলসী মন্দির, ধানের গোলা, গোয়াল ঘর, যা ফেলে আসা গ্রামের স্মৃতি স্বরন করিয়ে দিচ্ছেন মন্ডপ পরিক্রমায় আসা দর্শনার্থীদের। এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়ছেন বহু দর্শনার্থী।
advertisement
advertisement
এমনই এক প্রবীণ দর্শনার্থী শুভাশিস চৌধুরী জানিয়েছেন,”আমরা গ্রামবাংলায় বড় হয়ে ওঠার সময় যে দৃশ্য গুলি দেখেছি, ধান ঝাড়ায়, ঢেঁকিতে চাল ভাঙ্গা, কুমরের মাটির পাত্র তৈরি এই দৃশ্য গুলি নতুন প্রজন্ম দেখবে এবং তারা গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে তারা পরিচিত হবে। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”প্রত্যেক বছরই কাটোয়ার কার্তিক লড়াই উপলক্ষে থিমের মাধ্যমে কিছু নতুনত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করে এই সবুজ পাতা ক্লাব এ বছরে তাদের ‘গ্রাম রূপসী বাংলা’ থিম তারই এক অনন্য নিদর্শন। আজ থেকে পাঁচ, দশ বছর পিছিয়ে গেলে বাংলার একটি সাধারণ গ্রাম যেমন ছিল ঠিক তেমনি চিত্র ফুটে উঠেছে এ বছরের সবুজ পাতা ক্লাবের থিমের সাজে। যা দেখে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। সবমিলিয়ে বড় বাজেটের থিমের পুজোর মাঝেও অপূর্ভ শিল্প প্রতিভায় দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে সবুজ পাতা ক্লাবের এই বিশেষ থিম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 5:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kartik Puja 2025: বড় বাজেটের থিম ছাপিয়ে নজর কাড়ল গ্রাম্য জীবনের ছবি, কাটোয়ায় হিট সবুজ পাতা ক্লাব
