Alipurduar News: গন্ডারের সংখ্যায় দেশে দ্বিতীয় বাংলার এই অভয়ারণ্য! সংখ্যা বাড়ল অনেকটাই, বাড়ল চিন্তাও
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
গন্ডারের সংখ্যার দিক থেকে দেশে দ্বিতীয় স্থান ধরে রাখল বাংলা
আলিপুরদুয়ার: গন্ডারের সংখ্যার দিক থেকে দেশে দ্বিতীয় স্থান ধরে রাখল জলদাপাড়া। গত ৫ ও ৬ মার্চ জলদাপাড়ের গন্ডার গণনা হয়েছিল। সেই রিপোর্ট প্রকাশ্যে আনে বন দফতর। ৩৩১ টি গন্ডার এবারের গণনায় উঠে এসেছে। গন্ডার কুলের এই পরিসংখ্যান দেশের সর্বোচ্চ অসমের কাজিরাঙ্গার পরে।
২০২২ সালের গণনায় জলদাপাড়া গন্ডারের সংখ্যা ছিল ২৯২ টি। গত প্রায় তিন বছরে ৩৯ টি গন্ডার বেড়েছে। ২০১৯ সালের ছিল ২৩৭টি। জলদাপাড়ার ডিএফও পারভিন কাসওয়ান জানান, ” গন্ডারের সংখ্যা চার থেকে ছয় শতাংশ হারে বৃদ্ধি পায়। এ বারে ৪.২৭ শতাংশ বেড়েছে।”
আরও পড়ুন: ভাঙা ঘরে চাঁদের আলো! চালচুলোহীন চা শ্রমিকের ঘরের ছেলেই আজ সবার গর্ব! জায়গা করে নিল রাজ্যের দলে
advertisement
advertisement
এবারে গন্ডার গণনা হয়েছিল জলদাপাড়ার পাঁচটি রেঞ্জে, কোন রেঞ্জে কত গন্ডার পাওয়া গিয়েছে তার হিসেব দেওয়া হয়েছে। চিলাপাতা রেঞ্জে ৪০টি, জলদাপাড়া পূর্ব রেঞ্জের সবচেয়ে বেশি ১৪৩ টি, নর্থ রেঞ্জের ৬৩ টি,পশ্চিম রেঞ্জে ৫৫ টি এবং কোদাল বস্তি রেঞ্জে ৩৩ টি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
জলদাপাড়ায় ১৯৮৫ সালে গন্ডারের সংখ্যা দাঁড়িয়ে ছিল মাত্র ১৪ টিতে। সেই সংখ্যা এবারে এসে দাঁড়াল ৩৩১টি। তবে যেভাবে সংখ্যা বাড়ছে তাতে চিন্তার ভাঁজও রয়েছে। কারণ সংখ্যা বাড়লেও জলদাপাড়া তৃণভূমির পরিমাণ এতটুকুও বাড়েনি, জলদাপাড়ার আয়তনের মোট পরিমাণ মাত্র ৪০ শতাংশ রয়েছে তৃণভূমি যার ওপর নির্ভরশীল এতগুলি গন্ডার।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 2:11 PM IST
