Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরের নাম বদলের আবেদন বিধায়ক দলের... 'চিলা রায় আন্তর্জাতিক' বিমানবন্দর নাম হবে? জল্পনা!

Last Updated:

যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে ‘শিলিগুড়ি’ নামেই পরিচিত হোক বাগডোগরা বিমানবন্দর। এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন শহর শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা।

* বাগডোগরা বিমানবন্দরের নামকরণ করা হোক চিলা রায়ের নামে, আবেদন বিধায়কদলের
* বাগডোগরা বিমানবন্দরের নামকরণ করা হোক চিলা রায়ের নামে, আবেদন বিধায়কদলের
শিলিগুড়ি: বদলে যেতে পারে বাগডোগরা বিমানবন্দরের নাম। দিল্লিতে রয়েছেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের একাংশ। তাঁরা কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে বাগডোগরা বিমানবন্দরের নাম মহাবীর চিলা রায়ের নামে করতে আবেদন জানিয়েছেন৷
প্রতিনিধি দলের অন্যতম সদস্য বিধায়ক আনন্দ রায় বর্মণ জানিয়েছেন, বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তন করে “বিশ্ব মহাবীর চিলা রায় আন্তর্জাতিক বিমানবন্দর, বাগডোগরা” করার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর কাছে আবেদন করা হল। এছাড়াও বাগডোগরা বিমানবন্দর থেকে দেশি বিদেশি পর্যটকদের জন্য আরও বেশি করে দেশীয় ও আন্তর্জাতিক উড়ান চালানোর প্রস্তাব জানানোর পাশাপাশি এখান থেকে আরও বেশি করে হেলিকপ্টার পরিষেবা প্রদান করার অনুরোধ জানানো হয়েছে।
advertisement
advertisement
সম্প্রসারণের কাজ শুরু হতে না হতেই বাগডোগরা বিমানবন্দরের নয়া নামকরণ নিয়ে জোর তরজা শুরু হয়েছে। প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি জিএনএলএফ’র পক্ষ থেকে বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রয়াত সুবাস ঘিসিংয়ের নামে নতুন নামকরণ করার জন্য কেন্দ্রের সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে ‘শিলিগুড়ি’ নামেই পরিচিত হোক বাগডোগরা বিমানবন্দর। এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন শহর শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা। তাঁদের কথায়, ‘শিলিগুড়ি’ নতুন নামকরণ করা হলে ভিন রাজ্য অথবা বিদেশ থেকে আগত পর্যটকদের অনেকটাই সুবিধা হবে।
advertisement
এদিকে শিলিগুড়ি শহরাঞ্চলের ব্যবসায়ীদের দেওয়া এই প্রস্তাবের সঙ্গে একমত নন শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা। এছাড়াও বিভিন্ন মহল থেকে বাগডোগরা বিমানবন্দরের নতুন নাম তেনজিঙ নোরগে, পঞ্চানন বর্মা, চিলা রায় নামকরণ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। বর্তমানে এই বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দর নামেই পরিচিত। প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্ভুক্ত এই বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠানামা করে৷ এই বিমান বন্দর আধুনিকীকরণের কাজ চলছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরের নাম বদলের আবেদন বিধায়ক দলের... 'চিলা রায় আন্তর্জাতিক' বিমানবন্দর নাম হবে? জল্পনা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement