Rare Animal in Locality: শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে কে! বিরল প্রজাতির এই প্রাণীকে দেখতে ভিড় আমজনতার 

Last Updated:

Rare Animal in Locality: এলাকার লোকজন দেখতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। বিরল প্রজাতির এই প্রাণীকে দেখতে ভিড় জমান লোকজন।

+
বালুরঘাট

বালুরঘাট শহরের রাস্তায় বিরল প্রজাতির নীলগাই 

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : বালুরঘাট শহরের জাতীয় সড়কের উপর দাপিয়ে বেড়াচ্ছে নীলগাই। নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না শহরবাসী। গভীর বনের প্রাণী সেই নীলগাই এ বার একেবারে লোকালয়ে। সোমবার ভোররাতে দেখা গেল বালুরঘাট শহরের জাতীয় সড়কে ঘুরছে একটি নীলগাই। এলাকার লোকজন দেখতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। বিরল প্রজাতির এই প্রাণীকে দেখতে ভিড় জমান লোকজন।
এদিন ভোররাতে বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস এলাকায় এই নীলগাই দেখতে পান কয়েকজন। সেইসময় প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছেন অনেকেই। পাওয়ার হাউস এলাকা থেকে পুলিশ লাইন পর্যন্ত একটি নীলগাইকে ইতস্তত ভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়। এমন একটি বৃহদাকার প্রাণীকে দেখে সকলেই ভেবেছিল হয়তো হরিণ। অনেকে আবার বলেন বাছুর। যদিও এটি যে আসলেই নীলগাই তা প্রথমে দেখে ঠাওর করতে পারেননি অনেকেই। কিছুক্ষণ পর সেই নীলগাই শহরের গলিতে ঢুকে যায়। এরপর আর তার খোঁজ মেলেনি। খবর দেওয়া হয় বন দফতরে। শেষে বন দফতরের কর্মীরা প্রত্যক্ষদর্শীদের কাছে বর্ণনা ও বিবরণ শুনে চিনতে পারেন ওটি আসলে বিরল প্রজাতির ‘নীলগাই’।
advertisement
আরও পড়ুন : নাটোরের রানি ভবানীর তৈরি প্রাচীন মন্দির, সতীপীঠ নলাটেশ্বরীতে অগণিত ভক্ত সমাগম
বনদফতর সূত্রে জানা যায়, “মূলত এরা বিরল প্রজাতির তৃণভোজী প্রাণী। তবে নীলগাইটি কোথা থেকে এসেছিল তা সঠিকভাবে বলা সম্ভব নয়। নীলগাই-এর সন্ধানে কর্মীরা জেলার বিভিন্ন প্রান্তে খোঁজ চালাচ্ছেন।”
advertisement
একদিকে শহরবাসীর যেমন ভয় ছিল, তেমনই প্রাণীটিকে নিয়ে কৌতূহলও তৈরি হয় স্থানীয়দের মধ্যে। সকালে খবর পেয়েই বন দফতর ওই নীলগাইটি উদ্ধারের জন্য শহর-সহ শহর সংলগ্ন বিভিন্ন জঙ্গলে খোঁজ করে তল্লাশি চালান। তবে এখনও পর্যন্ত প্রাণীটির কোনও হদিস মেলেনি বলে জানা গিয়েছে। এদিকে এরই মধ্যে তপনের দিকে আরও একটি নীল গাইয়ের দেখা মিলেছে বলে জানতে পারা গিয়েছে। কিন্তু, আচমকা জেলায় নীলগাই কোথা থেকে এল তা নিয়ে ধন্ধে বন দফতর। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rare Animal in Locality: শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে কে! বিরল প্রজাতির এই প্রাণীকে দেখতে ভিড় আমজনতার 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement