Birbhum Satipeeth: নাটোরের রানি ভবানীর তৈরি প্রাচীন মন্দির, সতীপীঠ নলাটেশ্বরীতে অগণিত ভক্ত সমাগম
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Birbhum Satipeeth: কাজের চাপে বীরভূমের এই নলাটেশ্বরী মন্দির দর্শনে আসতে পারছেন না! তবে এই প্রতিবেদন আপনার জন্য
সৌভিক রায়, বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত পাঁচটি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ নলাটেশ্বরী। এই সতীপীঠে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ করা যায়। যাঁরা বীরভূম ঘুরতে আসেন, তাঁরা একবার হলেও এই সতীপীঠ নলাটেশ্বরী থেকে ঘুরে আসেন।প্রসঙ্গত পঞ্চ সতীপীঠের জেলা বীরভূম।সতীপীঠ ছাড়াও রয়েছে শক্তিপীঠ সিদ্ধপীঠ তারাপীঠ।এই সকল তীর্থক্ষেত্রের টানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটক, পুণ্যার্থীদের আগমন হয়ে থাকে। এই সকল তীর্থক্ষেত্রগুলির মধ্যে বীরভূমের অন্যতম একটি তীর্থক্ষেত্র হল নলাটেশ্বরী।
মন্দির এলেই আপনি একসঙ্গে দর্শন করতে পারবেন ৫১ টি সতীপীঠের প্রতীকী চিত্র।এ ছাড়াও মন্দিরে পাশে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। আর এই মন্দির থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত রয়েছে তারাপীঠ মন্দির। আপনি চাইলে ট্রেন অথবা নিজের গাড়িতে এসে প্রথমে তারাপীঠ এবং তার পর সেখান থেকে নলহাটি মন্দির দর্শন করতে আসতে পারেন।
advertisement
আরও পড়ুন : বুদ্ধপূর্ণিমায় সত্যনারায়ণপুজো করবেন? জানুন সঠিক মুহূর্ত! এই সময়ে পুজো করলে সেরা ফল পাবেন
ওই পীঠে যে দেবী কালিকার অবস্থান তাঁকে নলাটেশ্বরী বলা হয়ে থাকে। একটা সামান্য উঁচু টিলার উপরে অবস্থিত এই মন্দিরের প্রবেশপথের মাথায় রয়েছে গণেশের মূর্তি এবং দু’ধারে লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি। পৌরাণিক ব্যাখ্যা অনুসারে, প্রত্যেক শক্তিপীঠেই একজন করে পীঠরক্ষক ভৈরবকে থাকতে হয়। বীরভূমের এই পীঠেও তার ব্যতিক্রম নয়। নলাটেশ্বরী মন্দিরের পীঠরক্ষক হিসেবে রয়েছে যোগেশ ভৈরবের মন্দির।
advertisement
advertisement
তেমন কোনও ঐতিহাসিক প্রমাণ না থাকলেও কিংবদন্তি অনুসারে বলা হয়, ৮৪৪ বঙ্গাব্দ নাগাদ এই জায়গাটা পীঠ হিসেবে আবিষ্কৃত হয়। তখন একটা ছোট মন্দির ছিল। অষ্টাদশ শতকে নাটেরের জমিদার রানী ভবানী টিলার গায়ে এই মন্দির নির্মাণ করিয়ে দেন। বীরভূমের আরও কয়েকটা পীঠের মতই নলাটেশ্বরী মন্দির দর্শন করতে সারা বছরই বহু ভক্তের সমাগম হয়।বিশেষ করে কালীপুজোর সময় মহাসমারোহে পুজো হয়ে থাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2024 9:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Satipeeth: নাটোরের রানি ভবানীর তৈরি প্রাচীন মন্দির, সতীপীঠ নলাটেশ্বরীতে অগণিত ভক্ত সমাগম