হোম /খবর /উত্তরবঙ্গ /
শ্মশানের ডাম্পিং গ্রাউন্ডে ওটা কী? সামনে গিয়ে চোখ কপালে এলাকাবাসীর!

Raiganj News: শ্মশানের ডাম্পিং গ্রাউন্ডে ওটা কী? সামনে গিয়ে চোখ কপালে এলাকাবাসীর!

শ্মশানে চাঞ্চল্য

শ্মশানে চাঞ্চল্য

Raiganj News: রায়গঞ্জের বন্দর শ্মশানের ড্যাম্পিং গ্রাউন্ডে বিরাট চাঞ্চল্য।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রায়গঞ্জ: রায়গঞ্জের বন্দর শ্মশানের ড্যাম্পিং গ্রাউন্ড থেকে এবার উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। জানা যায়, সোমবার দুপুরে রায়গঞ্জ বন্দর শ্মশান যেখানে সমস্ত ওয়ার্ডের নোংরা আবর্জনা ফেলা হয়, সেখান থেকেই উদ্ধার হয়েছে একটা কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র।

এই ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ এসে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে নিয়ে যায়। রায়গঞ্জের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস বলেন, সকালে স্টাফরা ফোন করে জানায় মেশিন পড়ে আছে জঙ্গলে। তখন পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ সেখানে গিয়ে একটা ওয়ান শর্টারও দুটো গুলি পেয়েছে। কে বা কারা সেখানে আগ্নেয়াস্ত্র রেখেছে সেই সম্পর্কে আমার জানা নেই।'

আরও পড়ুন: সমতলে চলছে হেলিকপ্টার, এ কী কাণ্ড! চাকদহে তুলকালাম

আরও পড়ুন: ভোট আসলেই মমতার পায়ে কী হয়! বিস্ফোরক দাবি শুভেন্দুর! ফিরে এল নন্দীগ্রাম-স্মৃতি

তপন বাবু আরও জানান রায়গঞ্জের সমস্ত ওয়ার্ডের আবর্জনা এই বন্দর শ্মাশানে ফেলা হয়, সেখান থেকে হয়তো এখানে কেউ ফেলে দিয়েছে। উল্লেখ্য, রায়গঞ্জ শহরে প্রায় আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে রীতিমতো ভীত সন্ত্রস্ত শহরবাসী।

পিয়া গুপ্তা

Published by:Raima Chakraborty
First published:

Tags: Firearms, Raiganj