চাকদহ: হেলিকপ্টার আমরা কমবেশি সকলেই দেখেছি। হেলিকপ্টার দেখা এবং তাতে চড়ার স্বপ্ন অনেকেরই রয়েছে। তবে সব স্বপ্ন তো পূরণ হয় ওঠে না। তবে নিজের স্বপ্নকে কিছুটা হলেও বাস্তবায়িত করার প্রচেষ্টা করলেন নদিয়ার চাকদহের এক যুবক। দীর্ঘদিনের প্রচেষ্টায় তিনি বানিয়ে ফেললেন আস্ত একটি হেলিকপ্টার। তবে এই হেলিকপ্টার আকাশে উড়তে পারবে না। চলবে সমতলে রাস্তার উপরেই।
সমতলে চলবে এবার হেলিকপ্টার তাও আবার ব্যাটারি চালিত। নদিয়ার চাকদহে সমতলের হেলিকপ্টার বানিয়ে তাক লাগালেন এক বাসিন্দা। স্রষ্টার নাম গৌতম মালাকার। এই হেলিকপ্টার বানাতে তাঁর প্রায় দু'লক্ষ টাকার মতো খরচা হয়ে গিয়েছে, তবে এই কাজ নিতান্তই তাঁর সখের বশে। এই হেলিকপ্টার তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তিনি। এলাকাতে হেলিকপ্টার চললেই প্রচুর মানুষ উৎসাহে ভিড় করছেন ডাঙায় চড়া হেলিকপ্টার দেখতে।
আরও পড়ুন: মাছ খেয়ে হৃদরোগ! মরেই গেলেন বৃদ্ধা, স্বামী এখনও আচ্ছন্ন কোমায়
আরও পড়ুন: সপ্তাহে দু'দিন করে ফুচকা খান, শরীরে অদ্ভুত সব পরিবর্তন হবে! জানলে নিজেই চমকে উঠবেন
তেল বা ইলেকট্রিকে নয়, এ গাড়ি সম্পূর্ণ ব্যাটারিচালিত। তাতে হেলিকপ্টারের পাখা বনবন করে ঘুরছে মাথার উপর। বাজার চলতি দুটো টোটোকে এমনই ভাবে সাজিয়েছেন নিজে থেকেই। আগে সাইকেলের কাজ করতেন তিনি, বর্তমানে সাইকেলের কাজ সেভাবে আর জোটে না। তাই বাধ্য হয়েই অন্য পেশায় নিযুক্ত হয়েছেন। তাঁর এই হেলিকপ্টার দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia news, Viral News