বাকবিতণ্ডার মাঝেই হঠাৎ...! জনতার হাতে মার খেলেন জনপ্রতিনিধি, বেনজির কাণ্ড রাজ্যে
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
সোমবার সকালে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা স্থানীয় জনপ্রতিনিধি সাধন পালের বাড়ি যান
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ বাকবিতণ্ডা চলছিল, হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জনপ্রতিনিধিকে রীতিমতো রাস্তায় ফেলে মারলেন আমজনতা। ভাইরাল সেই ভিডিও। আলিপুরদুয়ার ২ ব্লকের মহাকালগুড়িতে ঘটনাটি ঘটেছে। শামুকতলা থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শামুকতলা থানার ওসি বিশ্বজিৎ দে।
মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর মহাকালগুড়ি এলাকায় জল নিকাশি ব্যবস্থা নেই। সোমবার সকালে সমস্যা সমাধানের জন্য এলাকার বেশ কয়েকজন বাসিন্দা স্থানীয় জনপ্রতিনিধি সাধন পালের বাড়ি যান। জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে সাধনবাবু ঘটনাস্থলে আসেন। সেই সময় এলাকার বাসিন্দা মিহির দেবনাথ এবং পাপন দেবনাথ তাঁকে মারধর করেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বছর ঘুরলেই ভোট, তার আগে মেদিনীপুরে ধরা পড়ল ভুয়ো ভোটার! কী বলছে তৃণমূল-বিজেপি?
সাধনবাবু এই ঘটনায় চোট পেয়েছেন। তাঁর গলায় থাকা একটি সোনার চেন হারিয়ে গিয়েছে। সম্ভবত তাঁরাই নিয়েছেন বলে দাবি আহত জনপ্রতিনিধির।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে মিহির দেবনাথ জানিয়েছেন, তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় কথা বলেছেন ওই জনপ্রতিনিধি, ধাক্কাও মেরেছেন। সেই জন্য তিনিও পাল্টা মেরেছেন। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা দেখা গিয়েছে। যেখানে ঘটনা ঘটেছিল সেখানে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ রয়েছে। শামুকতলা থানার ওসি বিশ্বজিৎ দে বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 1:08 PM IST