Brinjal Plant: ধারেকাছে আসবে না পোকা, শীতেও বেগুন চাষে লাফিয়ে লাফিয়ে বাড়বে ফলন! শুধু করতে হবে ৭ কাজ

Last Updated:

এইভাবেই শীতকালেও পোকার আক্রমণ থেকে নিজের বেগুন গাছকে রক্ষা করুন

+
বেগুনে

বেগুনে পোকার উৎপাত 

উত্তর দিনাজপুর: শীত হোক কিংবা গ্রীষ্ম সারাবছরই বেগুনের চাষ হয়। পুষ্টিকর এই বেগুন চাষ করে খুব সহজেই লাভবান হওয়া যায়। তবে বেগুন চাষ করতে গিয়ে কিছু পোকার আক্রমণে চাষিদের সমস্যায় পড়তে হয়। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন কীভাবে করবেন এ ব্যাপারে কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, বেগুন চাষ করতে গিয়ে দেখা যায় বেগুনের পোকা ভিতরের অংশ খেয়ে থাকে এবং আক্রান্ত বেগুন মানুষের খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। অন্যদিকে বাজারজাতকরণ সম্ভব হয় না।
এ পোকার আক্রমণের ফলে বেগুনের ফলন মারাত্নকভাবে কমে যেতে পারে। বেগুন গাছকে পোকার উৎপাত থেকে বাঁচাতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এর জন্য ১. বেগুন চাষের সময় মানসম্পন্ন বীজ ব্যবহার করুন। ২. নিশ্চিত হয়ে নিন যে, বীজে যেন কোনওরোগ বা ক্ষতিকর কিছু না থাকে। ৩. দিনে অন্তত দু’বার ক্ষেত পরিদর্শন করুন। কারণ এটি খুব দ্রুত বদলে যেতে পারে। ৪. গাছের নিচের দিকের অপেক্ষাকৃত পুরোনো পাতাগুলো সরিয়ে ফেলুন। ৫. অর্ধ সেমি ছিদ্রযুক্ত এবং ৩ মিটার উঁচু জাল ব্যবহার করুন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৬. এছাড়াও বেগুন গাছে পোকার আক্রমণ থেকে বাঁচতে ডাইথোনিয়াম ৪৫ , নিমোটো বা নিম স্প্রে, চাপান সার , এছাড়া চাষের সময় সোহাগা ব্যবহার করুন। ৭. তাছাড়া বেগুনের ফলন হলে বেগুন গাছে সাদা নাইলনের জাল ব্যবহার করুন। সাদা জাল ফসলের উপরে ছায়া দেয় না। এতে পাখিরাও বেগুন গাছের ফুল এবং কচি ফল নষ্ট করতে পারে না। এইভাবেই শীতকালেও পোকার আক্রমণ থেকে নিজের বেগুন গাছকে রক্ষা করুন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Brinjal Plant: ধারেকাছে আসবে না পোকা, শীতেও বেগুন চাষে লাফিয়ে লাফিয়ে বাড়বে ফলন! শুধু করতে হবে ৭ কাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement