Durga Puja 2024: 'প্রিয়দা' নেই! খাঁ খাঁ করছে দুর্গা দালান, দাশমুন্সি পরিবারের পুজোয় শুধুই শূন্যতা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Durga Puja 2024: প্রিয়রঞ্জন দাশগুপ্ত অসুস্থ হওয়ার পর কয়েক বছর ঘট পুজো হলেও পরবর্তীতে সেটাও বন্ধ হয়ে যায়। তাই পুজো এলেই ভারাক্রান্ত হয়ে ওঠে শ্রী কলোনির বাসিন্দাদের মন। তবে প্রিয়র স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পুনরায় দুর্গাপুজো শুরু হোক চাইছেন পাড়ার বাসিন্দারা।
রায়গঞ্জ: নেই সকলের ‘প্রিয়দা’, দাশমুন্সি পরিবারের দুর্গাপুজো ঘিরে এখন শুধুই নিস্তব্ধতা। আসন্ন শারদোৎসবকে ঘিরে যখন চারদিকে প্রস্তুতি তুঙ্গে, শরতের আকাশে বাতাসে পুজোর আগমনী সুর বাজছে। সেই সময় কার্যত নিঃস্তব্ধতা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়িতে। কালিয়াগঞ্জের শ্রী কলোনীর দাশমুন্সি পরিবার। শ্রী কলোনির বড় দরজা ঘেরা বাড়ির ভিতরের ছোট দরজা দিয়ে ঢুকতেই রয়েছে একচালার কাঠামোর দুর্গা মন্দির। বাড়িতে এই দুর্গামন্দির খাঁ খাঁ করছে। মন্দিরে খসে পড়েছে প্লাস্টার।
একটা সময় পুজোর দিনগুলিতে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠত প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ প্রিয় রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গাপুজো। গরীব দুঃস্থ থেকে সাধারণ মানুষ, ছোট বড় নেতা-নেত্রী থেকে ভিভিআইপি সকলের কাছে প্রাণের পুজো ছিল সকলের প্রিয় ‘প্রিয়দা’র বাড়ির দুর্গাপুজো। কিন্তু এখন সব কিছুই স্মৃতি।
আরও পড়ুনঃ মণ্ডপে ঢুকলেই ফিরে পাবেন ছেলেবেলা, কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা, নদিয়ার এই পুজোয় বিরাট চমক
২০১৭ সালের ২০ নভেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হন প্রিয়বাবু। স্ত্রী দীপা দাশমুন্সি ছেলে মিছিলকে নিয়ে ইদানিং দিল্লিতেই থাকেন। স্বাভাবিক কারণেই পুজো বন্ধ হয়ে গিয়েছে এই বাড়িতে। প্রিয়রঞ্জন দাশগুপ্ত অসুস্থ হওয়ার পর কয়েক বছর ঘট পুজো হলেও পরবর্তীতে সেটাও বন্ধ হয়ে যায়। তাই পুজো এলেই ভারাক্রান্ত হয়ে ওঠে শ্রী কলোনির বাসিন্দাদের মন। তবে প্রিয়র স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পুনরায় দুর্গাপুজো শুরু হোক চাইছেন পাড়ার বাসিন্দারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১০ দিনেই হুহু করে ঝরবে বাড়তি মেদ! সহজ এই ৫ পানীয়ের জবাব নেই, জানুন কখন, কীভাবে খাবেন
প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ নভেম্বর দাশমুন্সির প্রয়াণের পর বন্ধ হয়ে যায় শ্রী কলোনির দুর্গাপুজো। যদিও পুজো চালুর ব্যাপারে জানতে প্রয়াত কংগ্রেস নেতার স্ত্রী দীপা দাশমুন্সিকে ফোন করা হলে তিনি এ ব্যাপারে কোনও উত্তর দেননি।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2024 2:53 PM IST

 
              