Durga Puja 2024: মণ্ডপে ঢুকলেই ফিরে পাবেন ছেলেবেলা, কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা, নদিয়ার এই পুজোয় বিরাট চমক
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Durga Puja 2024: ফালিফালি করে বাঁশ কেটে তা দিয়ে সুনিপুণ দক্ষতার সঙ্গে কারিগরেরা বানাতেন ঝুড়ি ফুলদানি ঝাড় লন্ঠন আরও একাধিক নিত্য প্রয়োজনীয় ও সৌখিন জিনিসপত্র। তবে তা প্রায় এখন সবই বিলুপ্তির পথে।
মাজদিয়া: হারিয়ে যাওয়া বাঁশের কাজ মানুষের কাছে তুলে ধরতে এবং পুনর্জীবিত করতে এ বছর এবছর নদিয়ার মাজদিয়া নাঘাটা গ্রাম বারোয়ারি তাদের দুর্গাপুজোর ৫৪ তম বর্ষ উপলক্ষে তারা এ বছরের থিম তৈরি করতে চলেছেন হারিয়ে যাওয়া সমস্ত বাঁশের কাজের ওপর।
মণ্ডপে প্রবেশ করলে মনে পড়বে ফেলে আসা দিনের কথা। আগেকার দিনে বাঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু ছিল মানুষের দৈনন্দিন জীবনে। এখন বর্তমানে দুর্গাপুজোর প্যান্ডেল বানানোর কাজ ছাড়া খুব একটা বাঁশের প্রচলন দেখা যায় না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঝর্ণার ধারে জমাটি উইকেন্ড, সঙ্গে স্থানীয় খাবারের এলাহি সম্ভার! কোথায় জানেন?
আগেকার দিনে এই বাঁশ দিয়েই তৈরি করা হতো নিত্য প্রয়োজনীয় একাধিক সামগ্রী। ফালিফালি করে বাঁশ কেটে তা দিয়ে সুনিপুণ দক্ষতার সঙ্গে কারিগরেরা বানাতেন ঝুড়ি ফুলদানি ঝাড় লন্ঠন আরও একাধিক নিত্য প্রয়োজনীয় ও সৌখিন জিনিসপত্র। তবে তা প্রায় এখন সবই বিলুপ্তির পথে।আর সেই কারণেই নদিয়ার মাজদিয়ার না ঘাটা গ্রাম বারোয়ারির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া বাঁশের কাজের পুজো মণ্ডপ তৈরি করার। এই মন্ডপ তৈরির ফলে বেশ কিছু বাঁশের কারিগর এরা পুজোর মাসে কিছুটা হলেও আর্থিক দিক থেকে স্বাবলম্বী হবেন বলেই তারা মনে করছেন।
advertisement
Catch Special LIVE Coverage on Durga Puja(দুর্গা পূজা) 2024 | দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2024 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: মণ্ডপে ঢুকলেই ফিরে পাবেন ছেলেবেলা, কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা, নদিয়ার এই পুজোয় বিরাট চমক

 
              