Jalpaiguri News: গরুমারার গর্ভবতী কুনকি হাতি রামি জঙ্গলে চলে গিয়েছে, খোঁজে বন দফতরের তল্লাশি
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Elephant: গরুমারার গর্ভবতী কুনকি হাতি রামি দু'দিন ধরে নিখোঁজ। রবিবার বিকেল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজে বন দফতর জঙ্গলে কুনকি নিয়ে তল্লাশি চালালেও তার হদিস পাওয়া যায়নি।
জলপাইগুড়ি: গরুমারার গর্ভবতী কুনকি হাতি রামি দু’দিন ধরে নিখোঁজ। রবিবার বিকেল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজে বন দফতর জঙ্গলে কুনকি নিয়ে তল্লাশি চালালেও তার হদিস পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে, কী ভাবে একটি গর্ভবতী হাতি নজরদারি এড়িয়ে পিলখানা থেকে জঙ্গলে চলে গেল। তবে বন দফতরের কর্তারা এই ঘটনাকে স্বাভাবিক বলে মনে করছেন।
পিলখানা ছেড়ে রামির জঙ্গলে পালানোর ঘটনা নতুন নয়। সূত্র খবর ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষদিকে রামি পিলখানা থেকে জঙ্গলে পালিয়ে গিয়েছিল এবং ন’দিন পর তাকে উদ্ধার করা হয়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ রামি এখন গর্ভবতী এবং যে কোনও সময় সন্তান প্রসব করতে পারে বলে জানানো হয়েছে মন দফতর সূত্রে। রবিবার মূর্তি নদীতে স্নান করানোর পর হঠাৎই রামির মেজাজ বিগড়ে যায় এবং মাহুত কিছু বুঝে ওঠার আগেই সে গভীর জঙ্গলে চলে যায়। এরপর থেকেই তার খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান।
advertisement
advertisement
বন এই বিষয় নিয়ে গরুমরা বিভাগের ডিএফও দ্বিজপ্রতীম সেন বলেন, হাতিটি এখনও তাদের নজরে রয়েছে এবং এর আগেও এমন ঘটনা ঘটেছে। এবারও রামিকে বনে ফেরানোর চেষ্টা চলছে। বন দফতরের পুরোপুরি নজর রেখেছে হাতিটি জঙ্গল মধ্যে রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 18, 2025 10:59 PM IST

