Gold: দাম লক্ষ ছাড়িয়ে! সোনার হার কুড়িয়ে পেয়ে কী করল ছাত্রী জানেন? ঘটনা শুনলে বিশ্বাসই হবে না

Last Updated:

Gold:স্কুল চত্বরে কুড়িয়ে পাওয়া সোনার হার স্কুলের শিক্ষকের কাছে জমা দিয়ে প্রশংসা পেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পূর্ব মেদিনীপুর: স্কুল চত্বরে কুড়িয়ে পাওয়া সোনার হার স্কুলের শিক্ষকের কাছে জমা দিয়ে প্রশংসা পেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সহপাঠীর খোয়া যাওয়া সোনার হার ফিরিয়ে দিয়ে সততার নজির রাখল স্কুল পড়ুয়া সোনার বাজার যখন উর্দ্ধমুখী। তখনই পড়ে থাকা সোনার হার ফিরিয়ে দিয়ে তারিফ কুড়োচ্ছে কাঁথির স্কুলের এই কৃতি ছাত্রী। তার কাজের প্রশংসায় পঞ্চমুখ স্কুলের শিক্ষক থেকে অভিভাবক সবাই।
ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পেটুয়া জুনিয়র হাইস্কুলের। জানা গিয়েছে, স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পূর্ণিমা দাস স্কুল ছুটির পরে ক্যাম্পাসে একটি সোনার হার কুড়িয়ে পায়। এরপরই স্কুলের প্রধান শিক্ষক তেহরান হোসেনের কাছে সে জমা দেয়। অপরদিকে তারই সহপাঠী পিয়ালি জানার সোনার হার হারিয়ে গিয়েছে এ নিয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
advertisement
advertisement
advertisement
এরপরই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে জানতে পারে তারই সহপাঠী পূর্ণিমা দাস হারটি কুড়িয়ে পেয়ে তাঁর কাছে জমা দিয়ে গিয়েছে।। এরপরই ছাত্রী পিয়ালী জানার হাতে হারটি ফিরিয়ে দেয়া হয়। ছাত্রী পূর্ণিমা দাসের সততায় প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gold: দাম লক্ষ ছাড়িয়ে! সোনার হার কুড়িয়ে পেয়ে কী করল ছাত্রী জানেন? ঘটনা শুনলে বিশ্বাসই হবে না
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement