Cyclonic Storm: আজ রাতের মধ্যেই আছড়ে পড়বে মন্থা! শক্তি বাড়িয়ে এখন ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’, ল্যান্ডফলের সময় গতিবেগ কত? বঙ্গের কোন কোন জেলায় পড়বে মন্থার কোপ জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Cyclonic Storm: আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়েছে।
advertisement
এটি কাকিনাড়া থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। বিশাখাপত্তনম থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়বে কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়া বন্দরের কাছে। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ ১১০ কিলোমিটার।
advertisement
এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের দুই জেলা, দার্জিলিং এবং কালিম্পঙে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও শক্তিশালী হয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বিশাখাপত্তনম থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান। কাকিনাড়া থেকে ৩৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। আজ, মঙ্গলবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
advertisement
এর প্রভাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আজ, মঙ্গলবারের মধ্যে বাংলার উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ। আগামিকাল ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।
advertisement
advertisement








