PM Modi Bhutan Tour: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মাঝেই প্রধানমন্ত্রীর ভুটান সফর! কড়া নিরাপত্তা জয়গাঁতে, মাছি গলারও জো নেই

Last Updated:

দিল্লি বিস্ফোরণ-এর ঘটনা তো রয়েছে, তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুটান সফর রয়েছে। যার ফলে জয়গাঁ যাওয়ার পথে জিএসটি মোড়ের নাকা চেকিং-এ বেড়েছে কড়া কড়ি।

+
নাকা

নাকা চেকিং

কালচিনি, অনন্যা দে: দিল্লি বিস্ফোরণ-এর ঘটনা তো রয়েছে, তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুটান সফর রয়েছে। যার ফলে জয়গাঁ যাওয়ার পথে জিএসটি মোড়ের নাকা চেকিং-এ বেড়েছে কড়াকড়ি।
সোমবার রাত থেকে আলিপুরদুয়ার জেলার নাকা চেকিং পয়েন্টগুলিতে দেখা গিয়েছে তৎপরতা। আলিপুরদুয়ার জেলার প্রধান তিনটি নাকা চেকিং পয়েন্ট রয়েছে বারবিশা, এথেলবাড়ি এবং জয়গাঁগামী পথের জিএসটি মোড়ে। মঙ্গলবার সকাল থেকেই পুলিশ কর্মীদের দেখা গিয়েছে জয়গাঁ জিএসটি মোড় নাকা চেকিং পয়েন্ট এলাকায়। এই রাস্তা একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার ডান পাশ দিয়ে গেলে যাওয়া যায় ভুটানের পাশাখা শিল্পাঞ্চল। সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় জয়গাঁ ভুটান গেট।
advertisement
advertisement
জয়গাঁ থানা পুলিশের পক্ষ থেকে আইসি পালজার ভুটিয়া ফোনে জানান, “দিল্লি বিস্ফোরণের পর সীমান্তে হাই আলার্ট জারি হতে এই এলাকায় বেড়ে গিয়েছে চেকিং। এমনিতেও রুটিন চেকিং হয় এই পয়েন্ট-এ।” এদিন জিএসটি নাকা চেকিং পয়েন্ট-এ দেখা গেল পুলিশকর্মীরা প্রতিটি বাস দাঁড় করিয়ে তল্লাশি নিচ্ছেন। পর্যটকবাহী গাড়ি, বাস দাঁড় করিয়ে চলছে জোরদার তল্লাশি। গাড়ির চালকদের নথি পরীক্ষার পাশাপাশি যাত্রীদের ব্যাগ চেকিং হচ্ছে।বাইক চালকদের দাঁড় করিয়ে চলছে চেকিং।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কারণে জয়গাঁ এলাকাকে ঘিরে ফেলা হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে। প্রধানমন্ত্রী একবারে দিল্লি থেকে পারো বিমানবন্দরে পৌঁছবেন নাকি হাসিমারা বায়ু সেনা ছাউনিতে নেমে সড়কপথে ভুটান যাবেন তা নিয়ে ধন্দ দেখা গিয়েছিল। যদিও তিনি সরাসরি চলে গিয়েছেন ভুটানে। তবে এই রাস্তার এখনও প্রতি ২০ মিটার দূরে দূরে দেখা গিয়েছে পুলিশি নিরাপত্তা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
PM Modi Bhutan Tour: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মাঝেই প্রধানমন্ত্রীর ভুটান সফর! কড়া নিরাপত্তা জয়গাঁতে, মাছি গলারও জো নেই
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement