PM Awas Yojana: গরিবের টাকা খেয়েছে নেতারা! মালদহে যা ঘটল দুর্নীতির প্রতিবাদে, অবিশ্বাস্য বললেও কম হবে
- Published by:Raima Chakraborty
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
PM Awas Yojana: পঞ্চায়েত প্রধান ও অনুগামীদের বিরুদ্ধে কাটমানি আদায়ের অভিযোগ। তদন্তে পুলিশ।
মালদহ: সরকারি আবাস যোজনায় ঘর না পেয়ে তুমুল বিক্ষোভ মালদহের পরাণপুর পঞ্চায়েতের মির্জাপুরে। বিক্ষোভ, অবরোধে উত্তপ্ত এলাকা। অবরোধকারীদের অভিযোগ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার কথা বলে তাঁদের কাছে হাজার হাজার টাকা আদায় করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীরা। কিন্তু একজনেরও আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি এখন টাকা ফেরত চাইতে গেলে শাসানো হচ্ছে বলে অভিযোগ।
এরই প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে এলাকায় পথে নামেন প্রতারিতরা। টাকা ফেরতের পাশাপাশি পুলিশি তদন্তের দাবিও করেন তাঁরা। খবর পেয়ে এলাকায় পৌঁছই পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ বিক্ষোভ ব্যস্ততম রাস্তায় অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় পরে তদন্তের আশ্বাস দিয়ে রাস্তা অবরোধ মুক্ত করে পুলিশ দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু কেন এতটা বিক্ষোভ স্থানীয়দের? অবরোধকারী হামেদা বিবি, সালো বিবি-রা ক্ষোভ জানিয়ে বলেন, তাঁরা গরিব মানুষ। নিজেদের পাকা ঘরবাড়ি নেই। পরানপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান তাঁদের আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
advertisement

advertisement
আরও পড়ুন: এবার রহস্যফাঁসের অপেক্ষা? দিল্লিতে মেয়ে সুকন্যার সামনে বাবা অনুব্রতকে বসিয়ে 'গরু খোঁজা' তল্লাশি ইডির
এজন্য পঞ্চায়েত প্রধানের অনুগামীরা কারও কাছে পাঁচ হাজার কারও কাছে দশ হাজার, কারও কাছে আরও বেশি নগদ টাকা কাটমানি তোলেন। মাথার ওপরে ছাদ পাবেন ভেবে কষ্ট করে উপার্জন করার টাকা কাটমানি হিসেবে দিয়েছেন তাঁরা। কিন্তু, আবাস যোজনার তালিকা বের হলে দেখা যায় কারওরই নাম নেই। ফলে পাকা ঘরের স্বপ্ন দুরঅস্ত। আবার যে টাকা কাটমানি বাবদ দিয়েছেন তাও ফেরতের কোনও লক্ষণ নেই। বাধ্য হয়ে আন্দোলনের পথে যেতে হয়েছে।
advertisement
আরও পড়ুন: 'ওর কাছে টাকার পাহাড় আছে', অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দারুণ 'বুদ্ধি' দিলেন সেলিম!
যদিও বিক্ষোভকারীদের অভিযোগ, উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল প্রধান। ঘর পাইয়ে দেওয়ার জন্য কারও কাছে কোনওরকম টাকা নেওয়া হয়নি। এই আন্দোলনের পেছনে বিরোধীদের মদত থাকতে পারে বলেও পাল্টা অভিযোগ প্রধানের। পুলিশ জানিয়েছে, এদিন বেশ কিছু মানুষ কাটমানি ফেরতের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন। অবরোধ চলায় কিছু সমস্যা তৈরি হয়। পরে অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ হয়নি। নির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।
advertisement
সেবক দেবশর্মা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 2:16 PM IST