Anubrata Mondal: এবার রহস্যফাঁসের অপেক্ষা? দিল্লিতে মেয়ে সুকন্যার সামনে বাবা অনুব্রতকে বসিয়ে 'গরু খোঁজা' তল্লাশি ইডির

Last Updated:

Anubrata Mondal: "যা জানার সব জানেন অনুব্রতর সিএ মণীশ কোঠারি "- একথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল।

সুকন্যা ও অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
সুকন্যা ও অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)
কলকাতা : "যা জানার সব জানেন অনুব্রতর সিএ মণীশ কোঠারি "- একথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল। আর সেটাই কি কাল হল? গরু পাচার মামলায় এবার অনুব্রত-কন্যাকে বুধবার ও চারটার্ড অ্যাকাউনটেন্টকে আগামী মঙ্গলবার তলব করল ইডি। দিল্লির ইডি দফতরে তলব করে অনুব্রত সঙ্গে মুখোমুখি জেরা করা হবে তাঁদের।
ইডি সূত্রে খবর, সকলের বয়ান রেকর্ড করে ভিডিওগ্রাফি করা হবে। অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর মায়ের নামে ভোলে বোম রাইস মিল রয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাসে ৬ দিনে সাড়ে ৬ কোটি টাকা কীভাবে বিনিয়োগ করা হয়েছিল? কোথা থেকে এল কোটি কোটি টাকা? ১০-১৮ নভেম্বরের মধ্যে এই সাড়ে ৬ কোটি কোথা থেকে এল? টাকার উৎস কী? ইডির দাবি, অনুব্রত বলছেন কিছু জানেন না। তাই মেয়ে সুকন্যার মুখোমুখি বসানো হবে অনুব্রতকে আগামী বুধবার।
advertisement
আরও পড়ুন: 'ওর কাছে টাকার পাহাড় আছে', অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দারুণ 'বুদ্ধি' দিলেন সেলিম!
ইডি সূত্রে খবর, নথি দেখিয়ে জেরা করা হবে। সুকন্যার নামে তিন কোটি টাকার ফিক্সড ডিপোজিট। একজন সাধারণ শিক্ষিকা হয়ে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট বা মিলের জন্য কোথা থেকে টাকা এল? এর আগে ইডিতে মণীশ কোঠারি ও সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সুকন্যা বলেছিলেন, "যা জানেন সব জানেন মণীশ কোঠারি"। তাই মণীশ কোঠারির সঙ্গে মুখোমুখি বসবেন অনুব্রত। সমস্ত হিসাব-নিকেশ রাখতেন মণীশ। নথি দেখিয়ে অনুব্রতর মুখোমুখি জেরা করবে ইডি।
advertisement
advertisement
আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা
বয়ান ভিডিও রেকর্ড করবে ইডি। ইডি দিল্লি রাউস অভিনিউ কোর্টে আবেদন করেছিল, অনুব্রতকে এগারো দিনের হেফাজতের প্রয়োজন। কারণ বারো জনকে সমন পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন অনুব্রত মেয়ে, অনুব্রতর সিএ-সহ মোট বারো জন। অনুব্রতর সঙ্গে এদের মুখোমুখি জেরা করা হবে। অনুব্রত বেশিরভাগ প্রশ্নের উত্তরে বলছেন তিনি জানেন না। ফলে যাঁরা অনুব্রতর কথা বলেছেন। তাঁদের মুখোমুখি বসাতে চায় ইডি।আগামী মঙ্গলবার মণীশ ও বুধবার সুকন্যা মণ্ডল দিল্লির ইডির সদর দফতরে হাজিরা দেন কি না সেদিকেই এখন সকলের নজর।
advertisement
ARPITA HAZRA
বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal: এবার রহস্যফাঁসের অপেক্ষা? দিল্লিতে মেয়ে সুকন্যার সামনে বাবা অনুব্রতকে বসিয়ে 'গরু খোঁজা' তল্লাশি ইডির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement