Pipeline Gas: আর লাগবে না রান্নার গ্যাস সিলিন্ডার! অত্যাধুনিক পরিষেবা চালু হতেই জলপাইগুড়িতে খতম রান্নার সব ঝুটঝামেলা

Last Updated:

রান্নার গ্যাসের চিন্তার দিন এবার শেষ! উত্তরবঙ্গে প্রথম, পাইপ লাইনে রান্নার গ্যাস পৌঁছল জলপাইগুড়িতে।

+
রান্নার

রান্নার গ্যাস

জলপাইগুড়ি: রান্নার গ্যাসের চিন্তার দিন এবার শেষ! উত্তরবঙ্গে প্রথম, পাইপ লাইনে রান্নার গ্যাস পৌঁছল জলপাইগুড়িতে। অবশেষে উত্তরবঙ্গেও শুরু হল বহু প্রতীক্ষিত পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পরিষেবা। জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাহেববাড়ি এলাকায় প্রথম চালু হয়েছে এই পরিষেবা। আর এর সঙ্গে সঙ্গেই এক নতুন অধ্যায়ে পা রাখল উত্তরবঙ্গ। পরবর্তীতে বাকি এলাকাগুলোতেও পৌঁছে যাবে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস।
হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে প্রতিটি বাড়িতে বসানো হয়েছে গ্যাস মিটার বক্স। পাইপলাইনের মাধ্যমে সরাসরি রান্নাঘরে পৌঁছে যাচ্ছে গ্যাস। আর তাতেই খুশির হাওয়া সাহেববাড়ি সহ আশপাশের এলাকায়। অনেকে বলছেন, “এতদিন সিলিন্ডার ভর্তি করতে দেরি হত, এখন ২৪ ঘণ্টা গ্যাস পাব বলে নিশ্চিন্ত।”
advertisement
advertisement
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সরবরাহের পাশাপাশি নিরাপত্তার বিষয়েও রাখা হয়েছে বিশেষ নজর। এই পরিষেবা চালু হওয়ার ফলে শহর থেকে গ্রাম—সব জায়গার মানুষই আরও সুলভ, নিরাপদ এবং ঝামেলাহীন গ্যাস পরিষেবা উপভোগ করতে পারবেন। এর আগে কলকাতার কিছু অংশে এই পরিষেবা চালু হলেও, উত্তরবঙ্গের মধ্যে প্রথম জলপাইগুড়িতে এর সূচনা হল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের এক আধিকারিক বলেন, “এই প্রকল্প শুধু আধুনিকতার ছোঁয়া নয়, গ্রামের মানুষের জীবনধারার উন্নতিও বয়ে আনবে।” একইসঙ্গে স্থানীয়রা আশা করছেন, আগামী দিনে জেলার আরও অনেক এলাকাতেও এই পরিষেবা দ্রুত সম্প্রসারিত হবে। অত্যাধুনিক এই গ্যাস পরিষেবা পৌঁছতে শুরু করেছে জেলার প্রান্তিক মানুষদের ঘরেও—যা কেবল সুবিধেই নয়, উন্নয়নের অন্যতম এক বাস্তব রূপ।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Pipeline Gas: আর লাগবে না রান্নার গ্যাস সিলিন্ডার! অত্যাধুনিক পরিষেবা চালু হতেই জলপাইগুড়িতে খতম রান্নার সব ঝুটঝামেলা
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement