Siliguri News: বিশাল কোল্ড স্টোরেজ, শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি, ৯৬ স্টল সব থেকেও কিছুই নেই! দিশাহীন আনারস হাবের ৭০ হাজার চাষি

Last Updated:

কোটি টাকার আনারস ডেভেলপমেন্ট সেন্টার আজ শুধু আনারস চাষিদের স্বপ্ন!

+
আনারস

আনারস ডেভলপমেন্ট সেন্টার, বিধাননগর

শিলিগুড়ি: ভারতের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত বিধাননগরে প্রায় ৭০,০০০ কৃষক আনারস চাষ করেন। দার্জিলিং জেলার বিধাননগরকে এক কথায় আনারস হাব বলা হয়। শুধু তাই নয়, বিধাননগরকে দার্জিলিং জেলার গেটও বলা হয়। তবে উন্নয়নের আশায় ধুঁকছেন আনারস চাষিরা। কোটি টাকার আনারস ডেভলপমেন্ট সেন্টার বর্তমানে পরিত্যক্ত জঞ্জাল।
কোটি কোটি টাকা খরচ করে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বিধাননগরে তৈরি করা হয়েছিল আনারস ডেভেলপমেন্ট সেন্টার। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল এই আনারস ডেভলপমেন্ট সেন্টারটি। এরপর বছরের পর বছর কেটে গেলেও সেই সেন্টার আজ অবধি চালু হয়নি। অভিযোগ প্রথমে বাম জমানা এবং পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দু’দুবার ঘটা করে এই আনারস ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন করা হয়, তবে এ উদ্বোধন করাই সার, উন্নয়ন তো পরের কথা এখনও পর্যন্ত বন্ধ হয়েই পড়ে রয়েছে এই সেন্টারটি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এটি হল উত্তরবঙ্গের একমাত্র আনারস ডেভেলপমেন্ট সেন্টার অথচ সেই জায়গাতেই কোথাও জঙ্গল গজিয়ে উঠেছে, কোথাও দেওয়াল ভেঙে পড়ছে। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল কোল্ড স্টোরেজ। সম্ভবত উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় কোল্ড স্টোরেজ ছিল এটি। এই প্রসঙ্গে আনারস চাষি মিন্টু মজুমদার বলেন, আনারসের জন্য দেশব্যাপী পরিচিতি রয়েছে এই এলাকা, তবে সেই জায়গায় দাঁড়িয়ে আনারস চাষ এবং ব্যবসা-বাণিজ্যে উন্নতির জন্য তৈরি বিধাননগরের এই সেন্টার আজ শুধু মাত্র একটি শোপিস। সেখানে পড়ে থেকে নষ্ট হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত নতুন একটি গাড়ি, ৯৬টি স্টল বিশিষ্ট এই সেন্টারে সমস্তটাই চালু হওয়ার কথা থাকলেও আজও তা বন্ধ। এনিয়ে ক্ষোভ রয়েছে আনারস চাষি থেকে ব্যবসায়ীদের মধ্যে। সবকিছুর মাঝে মানুষ চাইছেন যে সেটি অবিলম্বে চালু করা হোক।
advertisement
এই আনারস ডেভলপমেন্ট সেন্টারটি চালু হলে অনেকটাই উপকৃত হবেন ব্যবসায়ী থেকে শুরু করে আনারস চাষিরা। এখান থেকেই দেশ-বিদেশে পাড়ি দেয় এই এলাকার চাষিদের পাশ করা বিখ্যাত আনারস। বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরা প্রত্যেকেই চাইছেন অবিলম্বে এটিকে চালু করা হোক।
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: বিশাল কোল্ড স্টোরেজ, শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি, ৯৬ স্টল সব থেকেও কিছুই নেই! দিশাহীন আনারস হাবের ৭০ হাজার চাষি
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement