Picnic Spot: পাখিদের মাঝে নিরিবিলি পরিবেশে! দুর্দান্ত পিকনিক স্পট রয়েছে সামান্য দূরত্বে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
বন্ধ দফতরের তথ্য অনুযায়ী এটি দেশের বৃহত্তম হিজল ফরেস্ট, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, শীতের মরশুমে বহু মানুষ ভিড় করেন পিকনিকের জন্য
মালদহ: হিজল গাছে ঘেরা চারিদিক। মাঝে রয়েছে বিশাল বিল। প্রতিবছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে এই হিজল ফরেষ্ট ঘেরা বিলগুলিতে। এখানেই গড়ে উঠছে পিকনিক স্পট।
প্রতিবছর শীতের মরশুমে বহু মানুষ ভিড় করছেন এই হিজল ফরেস্টে। শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ফরেস্ট। নিরিবিলি পরিবেশ, আশেপাশের জঙ্গল বিল দিয়ে ঘেরা আকর্ষণীয় হয়ে উঠছে সাধারণ মানুষের কাছে।
advertisement
advertisement
মালদহ জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অবস্থিত এই হিজল বন। একেবারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন। বন দফতরের তথ্য অনুযায়ী এটি ভারতবর্ষের বৃহত্তম হিজল বন। বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ। ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিলে জল থাকে না।
advertisement
সে সময়ই হিজল বনে ঘোরার উপযুক্ত সময়। প্রতিবছর শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে। সৌমেন্দু রায় বলেন, নিরিবিলি মনোরম পরিবেশ। শীতের মৌসুমী এখানে পিকনিক করি। সুন্দর জায়গা, যদি প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে পরিকাঠামোর আরও উন্নতি করা হয় তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে।
advertisement
মালদহ জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই হিজল ফরেস্ট প্রায় ২৫০ হেক্টর জমির উপর অবস্থিত। এছাড়াও হবিবপুর ব্লক-সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও হিজল ফরেষ্ট। মালদহ জেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে হিজল ফরেষ্ট রয়েছে।
তবে সিঙ্গাবাদের হিজল ফরেস্ট সবথেকে বৃহত্তম। হিজল ফরেস্ট কে ঘিরে পর্যটনকেন্দ্র ও সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বন দফতর। হিজল ফরেস্ট কে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থা করার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা অসীম মন্ডল বলেন, শীতের মৌসুমে প্রচুর মানুষ ভিড় করেন এখানে। পানীয় জল রাস্তা সমস্ত কিছুই পরিকাঠামো রয়েছে। সাধারণত পিকনিকের জন্য এখানে আসেন অনেকে।
advertisement
ফরেস্টের আশপাশে চাষের জমি রয়েছে। আমন ধান কেটে নেওয়ায় সেই জমিগুলি ফাঁকা পড়ে রয়েছে। সাধারণ মানুষ সেই জমিগুলিতেই পিকনিক করেন। এছাড়াও ফরেস্টের কিছুটা অংশ অনেকটাই ফাঁকা। সেই জায়গাগুলোতেও সাধারণ মানুষ পিকনিক করেন। আশেপাশে রয়েছে জলের সুব্যবস্থা। পিকনিক করার জন্য একেবারে আদর্শ জায়গা। তাই জেলা ও জেলার বাইরের মানুষ ভিড় করছেন এই ফরেস্টে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 6:23 PM IST