Bangla News: সাতসকালে চা বাগানে সম্বর হরিণের দাপাদাপি, বন্ধ হয়ে গেল পাতা তোলা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
এদিন কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে সকাল থেকে দাপিয়ে বেড়ল একটি সম্বর হরিণ। সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি সম্বর হরিণ বেরিয়ে এসে মেচপাড়া চা বাগানে প্রবেশ করে
আলিপুরদুয়ার: মঙ্গলবার সকাল থেকে কাজই করতে পারলেন না মেচপাড়া চা বাগানের শ্রমিকরা। কারণ দিনভর বাগানে ঘুরে বেড়ল একটি সম্বর হরিণ।
এদিন কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে সকাল থেকে দাপিয়ে বেড়ল একটি সম্বর হরিণ। সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি সম্বর হরিণ বেরিয়ে এসে মেচপাড়া চা বাগানে প্রবেশ করে। সম্বর হরিণটি বাগানের বিভিন্ন সেকশনে দাপিয়ে বেড়ায়। এরফলে কাজ করতে অসুবিধায় পড়েন চা শ্রমিকরা। শেষ পর্যন্ত বাগানে কাজ বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও সম্বর হরিণটিকে ধরতে পারছিল না কেউই।গৃহস্থের বাড়ির উঠোনেও ঘুরেছে সম্বর হরিণটি। কেউই বাগে আনতে পারছিল না। শেষে খবর দেওয়া হয় বনকর্মীদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। দুপুর পর্যন্ত ধরা যায়নি হরিণটিকে। ফলে কাজও শুরু হয়নি চা বাগানে। এদিনও শীতের দাপটে ঘন কুয়াশায় ছেয়েছিল চারিদিক। ফলে এমনিতেই ভাল করে চারিপাশ দেখা যাচ্ছিল না। এরপর এই সম্বর হরিণের কারণে আরও বেহাল পরিস্থিতি লক্ষ্য করা যায়। যদিও হরিণটিকে দুপুরের পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ধরতে সক্ষম হন।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2024 4:07 PM IST