South Dinajpur News: হাসপাতাল দেখেছে দালালরাজ, আর এবার আয়া-মাসিরাজ! কোথায় জানেন?
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
দেখে মনে হবে সুপার স্পেশালিটি হাসপাতালে আয়া মাসিদের রাজ চলছে
দক্ষিণ দিনাজপুর: দেখে মনে হবে সুপার স্পেশালিটি হাসপাতালে আয়া মাসিদের রাজ চলছে। হাসপাতালে চিকিৎসারত রোগীদের দেখভালের জন্য আয়া মাসি না রাখলে তাঁরা নানা ভাবে রোগী ও তাদের পরিজনদের অসহযোগীতা করছেন এবং ইচ্ছাকৃতভাবে হয়রানির মুখে ফেলছেন এমনই অভিযোগ রোগীর পরিজনদের। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এনিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে আয়া মাসিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে রোগীর পরিবার। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে স্বাভাবিক হয়। এরপরেই এনিয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষেন্দু বিকাশ বাগের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রোগীর পরিবার। অভিযোগ পেতেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার।
বিগত প্রায় পাঁচ দিন আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পায়ের ক্ষত নিয়ে ভর্তি হন ভাটপাড়া এলাকার সন্ধ্যা বর্মন (৮২) নামে এক বৃদ্ধা। বর্তমানে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ফিমেল সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। পায়ে ক্ষতর কারণে রোজ ড্রেসিং করতে হচ্ছে৷ প্রথম দিন হাসপাতালেই ড্রেসিং করা হয়েছে। তবে বাকি দিনগুলিতে হাসপাতালে বহিঃর্বিভাগে ড্রেসিং করাতে হচ্ছে। এদিকে দুঃস্থ পরিবার হওয়ায় দুবেলা আয়া মাসি রাখতে পারেননি রোগীর পরিবার৷ যার কারণে রাতের বেলা আয়া রেখেছেন। এমনকি আয়া মাসিদের কাছ থেকে ড্রেসিং না করিয়ে বহিঃর্বিভাগে করিয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযোগ, আয়া মাসি না রাখার কারণে ওই রোগী ও তাঁর পরিবারের সঙ্গে অসহযোগীতা করা হচ্ছে। নানা ভাবে হয়রানির মুখে ফেলা হচ্ছে। রোগীর জন্য আনা হুইল চেয়ার লুকিয়ে রাখা হচ্ছে। হুইল চেয়ার আয়া মাসিরা লুকিয়ে রাখার পর ওয়ার্ল্ড গার্ল একটি হুইল চেয়ার জোগাড় করে নিয়ে এলেও সঙ্গে সঙ্গে সেই হুইল চেয়ারটি নানা বাহানায় আটকে রাখে তিন জন আয়া মাসি। এরপরেই সন্ধ্যা বর্মনের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে বচসায় জড়িয়ে পড়ে। ওই বৃদ্ধার পরিবারের অভিযোগ কিছু বললেই আয়া মাসিরা বলছেন হাসপাতালে জজ সাহেব তাঁরা। হাসপাতালে তাঁরা যেটা বলবেন সেটাই হবে। তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 2:59 PM IST
