Winter Cold Home Remedy: কাড়ি কাড়ি দামি ওষুধে টাকা নষ্ট করা বন্ধ করুন, শীতে নিউমোনিয়া-ঠান্ডা লাগায় ধন্বন্তরি 'জ্যোতিষ টোটকা'

Last Updated:
অনেকেই হাতে তামার বালা পরে থাকেন। শরীরে তামার ছোঁয়া থাকা ভাল। কিন্তু তামা সবার সহ্য হয় না। তাই কোষ্ঠী বিচার করে তবেই তামার বালা পরা উচিৎ।তামার বালা পরার আগে কোষ্ঠি যাচাই করিয়ে এবং জ্যোতিষীর পরামর্শে তা ধারণ করলে শ্রেয়।
1/6
শীত মানেই ঠান্ডা লাগা, কাশি-সর্দি৷ যা কোনও ভাবেই যেতে চায়৷ ফলে এর থেকে বড় কোনও রোগও হতে পারে৷ ফলে এর জন্য গোটা শীতকাল জুড়ে শুধু ওষুধ খেতে হয় অনেককে৷ কিন্তু হাতের কাছে আছে এমন এক টোটকা, যা শীতে ঠান্ডা লাগা দূর করবে নিমেষে৷
শীত মানেই ঠান্ডা লাগা, কাশি-সর্দি৷ যা কোনও ভাবেই যেতে চায়৷ ফলে এর থেকে বড় কোনও রোগও হতে পারে৷ ফলে এর জন্য গোটা শীতকাল জুড়ে শুধু ওষুধ খেতে হয় অনেককে৷ কিন্তু হাতের কাছে আছে এমন এক টোটকা, যা শীতে ঠান্ডা লাগা দূর করবে নিমেষে৷
advertisement
2/6
তামার বালা পরলে গাটের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় নিমিষেই। এটি পরলে শীতকালে হওয়া হাত-পায়ের আড়ষ্ট ভাব দূর হয়। পুরনো অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা থাকলে তাতেও সুফল মিলবে নিশ্চিত।
তামার বালা পরলে গাটের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় নিমিষেই। এটি পরলে শীতকালে হওয়া হাত-পায়ের আড়ষ্ট ভাব দূর হয়। পুরনো অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা থাকলে তাতেও সুফল মিলবে নিশ্চিত।
advertisement
3/6
জ্যোতিষবিদ সুকুমার রায় জানান,
জ্যোতিষবিদ সুকুমার রায় জানান, "তামা রাগ নিয়ন্ত্রণ করে এবং এর ফলে নানান রোগ থেকে মুক্তি লাভ করা যায়। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তামা। এর ফলে সুষ্ঠু ভাবে রক্ত পরিবহন সম্ভব হয়।"
advertisement
4/6
পিতল ও তামা মেশানো ধাতুর বালা পরলে সমস্ত ধরনের ভূত-প্রেত ইত্যাদি নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। কিছু লোক বিশ্বাস করে যে তামা পরা অন্তর্দৃষ্টি এবং মানসিক ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।
পিতল ও তামা মেশানো ধাতুর বালা পরলে সমস্ত ধরনের ভূত-প্রেত ইত্যাদি নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। কিছু লোক বিশ্বাস করে যে তামা পরা অন্তর্দৃষ্টি এবং মানসিক ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।
advertisement
5/6
সূর্য দুর্বল থাকলে তামার বালা পরা উচিৎ। এর ফলে সূর্য মজবুত হয়, মান-সম্মান বৃদ্ধি পায় এবং জীবনে উন্নতি লাভ করা যায়। আবার হিমোগ্লোবিনের স্তর বৃদ্ধিতে সাহায্য করে তামা।
সূর্য দুর্বল থাকলে তামার বালা পরা উচিৎ। এর ফলে সূর্য মজবুত হয়, মান-সম্মান বৃদ্ধি পায় এবং জীবনে উন্নতি লাভ করা যায়। আবার হিমোগ্লোবিনের স্তর বৃদ্ধিতে সাহায্য করে তামা।
advertisement
6/6
বালা বজরংবলীর প্রতীক। এটি পরলে বজরংবলীর আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অসুস্থতা এবং রোগ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।
বালা বজরংবলীর প্রতীক। এটি পরলে বজরংবলীর আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অসুস্থতা এবং রোগ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।
advertisement
advertisement
advertisement