Indian Railways: হঠাৎ করে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সমস্যায় যাত্রীরা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Indian Railways: ইঞ্জিন বিকল হওয়ায় শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে গেল রানিনগর স্টেশনে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশ'টা নাগাদ রানিনগর স্টেশনের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ইঞ্জিন বিকল হওয়ায় শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে গেল রানিনগর স্টেশনে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশ’টা নাগাদ রানিনগর স্টেশনের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় দু-ঘণ্টা ধরে পদাতিক দাঁড়িয়ে আছে। যাত্রীরা অনেকেই নেমে পড়ে বাসে রওনা দিয়েছেন। ইঞ্জিন আসার পর ট্রেন ছাড়বে।
এনজেপি থেকে ইঞ্জিন আসার পর বেলা ১’টার কিছু সময় আগে পদাতিক আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীরা বেজায় চটে যান। ইঞ্জিন বিকল, 12377 আপ পদাতিক এক্সপ্রেস ১০.০৫ সকালে জলপাইগুড়ি রোড স্টেশন ঢোকার সময়। কিন্তু প্রায় দু-ঘণ্টা হলেও ট্রেন পৌঁছয়নি। চরম সমস্যা ট্রেন যাত্রী থেকে শুরু করে স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা টোটো চালকরা।
advertisement
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান…! বারাসতে শুরু হতে চলেছে মেট্রোর কাজ! কবে থেকে, কোন রুটে চলবে মেট্রো? জানুন
ঘটনাস্থলে রেলের কর্মী আধিকারিক থেকে শুরু করে আরপিএফ এবং জিআরপি কর্মকর্তারা। প্রায় ঘণ্টা দুয়েক পর রানিনগর স্টেশনে বিকল ট্রেনটিকে নিয়ে আসার পর সচল করে ইঞ্জিন পাল্টে নিউ আলিপুরের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় বলে রেল সূত্রে খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 8:03 PM IST

