গাড়ির সামনে হঠাৎ চলে এল ট্রাক! মহাকুম্ভে যাওয়ার পথে...শিশুদের চোখের সামনে শেষ হয়ে গেলেন বাবা-মা!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Annanya Dey
Last Updated:
Accident: চোখের সামনে বাবা, মায়ের মৃত্যু দেখল দুই শিশু। মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে গতকাল ভোরে জয়গাঁ থেকে প্রয়াগরাজ রওনা দিয়েছিলেন সেই দম্পতি।
আলিপুরদুয়ার: গাড়ির সামনে হঠাৎ করে চলে এল ট্রাক। চোখের সামনে বাবা, মায়ের মৃত্যু দেখল দুই শিশু। মহাকুম্ভে শাহী স্নানের উদ্দেশ্যে গতকাল ভোরে জয়গাঁ থেকে প্রয়াগরাজ রওনা হয়েছিল এক দম্পতি। তবে রাস্তায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই দম্পতির। শোকের ছায়া জয়গাঁ জুড়ে।
জয়গাঁ শহরের দেওকোটা টোল এলাকার বাসিন্দা কিষান গোপাল পন্ডিত।তিনি জয়গাঁর এক নামজাদা ব্যবসায়ী।তাঁর ছেলে লোকেশপন্ডিত এবং পুত্রবধূ নেহা পন্ডিত গতকাল ভোরে জয়গাঁ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়। সঙ্গে ছিল তাঁদের দুই সন্তান।
advertisement
advertisement
নিজেদের গাড়ি নিয়ে তারা রওনা হয়েছিলেন। একটানা গাড়ি চালাচ্ছিলেন লোকেশ পন্ডিত।গতকাল গভীর রাতে গাড়িটি মুজাফফরপুরে যেতেই দুর্ঘটনার কবলে পরে। একটি ট্রাকের সামনে গাড়িটি চলে আসে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
advertisement
কাঁদতে কাঁদতে ব্যাঙ্কে এলেন মহিলা! বললেন, ‘আমার অ্যাকাউন্টে…’ দেখেই মাথায় বাজ পড়ল ম্যানেজারের! এ কী?
গাড়ির সামনে বসেছিলেন নেহা ও লোকেশ পন্ডিত। তাঁদের দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়।মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায় পুলিশ। তাঁদের দুই সন্তান সুস্থ আছে বলে জানা গিয়েছে। আগামীকাল সম্ভবত দেহ জয়গাঁতে আসতে পারে বলে জানা যায়। এদিকে শোকে পাথর পন্ডিত পরিবার।কেউ কিছু বলতেই পারছেননা।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
February 25, 2025 7:33 PM IST

