গাড়ির সামনে হঠাৎ চলে এল ট্রাক! মহাকুম্ভে যাওয়ার পথে...শিশুদের চোখের সামনে শেষ হয়ে গেলেন বাবা-মা!

Last Updated:

Accident: চোখের সামনে বাবা, মায়ের মৃত্যু দেখল দুই শিশু। মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে গতকাল ভোরে জয়গাঁ থেকে প্রয়াগরাজ রওনা দিয়েছিলেন সেই দম্পতি।

মৃত দম্পতি 
মৃত দম্পতি 
আলিপুরদুয়ার: গাড়ির সামনে হঠাৎ করে চলে এল ট্রাক। চোখের সামনে বাবা, মায়ের মৃত্যু দেখল দুই শিশু। মহাকুম্ভে শাহী স্নানের উদ্দেশ্যে গতকাল ভোরে জয়গাঁ থেকে প্রয়াগরাজ রওনা হয়েছিল এক দম্পতি। তবে রাস্তায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই দম্পতির। শোকের ছায়া জয়গাঁ জুড়ে।
জয়গাঁ শহরের দেওকোটা টোল এলাকার বাসিন্দা কিষান গোপাল পন্ডিত।তিনি জয়গাঁর এক নামজাদা ব্যবসায়ী।তাঁর ছেলে লোকেশপন্ডিত এবং পুত্রবধূ নেহা পন্ডিত গতকাল ভোরে জয়গাঁ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়। সঙ্গে ছিল তাঁদের দুই সন্তান।
advertisement
advertisement
নিজেদের গাড়ি নিয়ে তারা রওনা হয়েছিলেন। একটানা গাড়ি চালাচ্ছিলেন লোকেশ পন্ডিত।গতকাল গভীর রাতে গাড়িটি মুজাফফরপুরে যেতেই দুর্ঘটনার কবলে পরে। একটি ট্রাকের সামনে গাড়িটি চলে আসে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
advertisement
গাড়ির সামনে বসেছিলেন নেহা ও লোকেশ পন্ডিত। তাঁদের দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়।মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায় পুলিশ। তাঁদের দুই সন্তান সুস্থ আছে বলে জানা গিয়েছে। আগামীকাল সম্ভবত দেহ জয়গাঁতে আসতে পারে বলে জানা যায়। এদিকে শোকে পাথর পন্ডিত পরিবার।কেউ কিছু বলতেই পারছেননা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গাড়ির সামনে হঠাৎ চলে এল ট্রাক! মহাকুম্ভে যাওয়ার পথে...শিশুদের চোখের সামনে শেষ হয়ে গেলেন বাবা-মা!
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement