corona virus btn
corona virus btn
Loading

মালগাড়ির নীচে পড়ে গেলেন মহিলা, উপর দিয়ে ছুটে চলল ট্রেন, দেখুন সেই ভয়ানক ভিডিও

মালগাড়ির নীচে পড়ে গেলেন মহিলা, উপর দিয়ে ছুটে চলল ট্রেন, দেখুন সেই ভয়ানক ভিডিও
  • Share this:

#নিউ আলিপুর: কথা বলে ‘রাখে হরি, মারে কে’ ৷ বুধবার সাত সকালে নিউ আলিপুর স্টেশনে সেই কথার যেন চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল ৷ মালগাড়ির নীচে পড়ে গেলেন এক মহিলা ৷ তাঁর উপর দিয়েই ছুটে গেল মালগাড়ি ৷ তারপরেও প্রাণে বেঁচে গেলেন তিনি ৷ বুধবার সকালে লাইন পাড় হতে গিয়ে লাইনে পড়ে যান তিনি ৷ স্টেশনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি ৷ তার নীচ দিয়েই চলছিল লাইন পারাপার ৷ স্টেশনে উপস্থিত সকলেই সেই সময় মহিলাকে পরামর্শ দেন লাইনে শুয়ে পড়ার ৷ সেই মতো লাইনে শুয়ে পড়েন ওই মহিলা ৷ উপর দিয়ে চলে যায় মালগাড়ি ৷ প্রাণে বেঁচে যান তিনি ৷

First published: November 27, 2019, 3:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर