Offbeat Destination: বাঁকে- বাঁকে উঁকি মারে কাঞ্চনজঙ্ঘা! পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম! ঘুরে আসুন, মন ভাল হয়ে যাবে

Last Updated:

Offbeat Destination: বেশিরভাগ পর্যটক শহরের ভিড় ছেড়ে নিরিবিলি শান্ত পরিবেশে কোনও অফবিট ডেস্টিনেশনে থাকতে বেশি পছন্দ করে। তার উপর যদি চোখের সামনে পাহাড় নদী জঙ্গল সব মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে তো কোনও কথাই নেই।

+
ফিক্কালে

ফিক্কালে গাও 

দার্জিলিং: বেশিরভাগ পর্যটক শহরের ভিড় ছেড়ে নিরিবিলি শান্ত পরিবেশে কোনও অফবিট ডেস্টিনেশনে থাকতে বেশি পছন্দ করে। তার উপর যদি চোখের সামনে পাহাড় নদী জঙ্গল সব মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে তো কোনও কথাই নেই। বর্তমানে বেশিরভাগ পর্যটকেরই মনে জায়গা করে নিয়েছে কালিম্পং এর বিভিন্ন অজানা গ্রাম।
দিনের পর দিন দার্জিলিং-এর পাশাপাশি কালিম্পঙের এই গ্রামগুলিতে ভিড় বাড়ছে পর্যটকদের। এর মধ্যে শীতের ছুটিতে বড়দিনে বেড়াতে যাওয়ার সেরা ঠিকানায় হল কালিম্পং এর এই ফিক্কালে গাও। যেখানে বসে এক কাপ দার্জিলিং চা এবং পাহাড়ের নেপালি জনজাতির হাতের তৈরি বিখ্যাত মোমো হাতে দুচোখ ভরে দেখতে পাবেন চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য। মাঝে মাঝে মেঘের ফাক দিয়ে উঁকি দেবে বরফের চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘাও।
advertisement
advertisement
এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসে এক পর্যটক কার্তিক মণ্ডল বলেন বর্তমানে শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি গ্রামেই সময় কাটাতে বেশি ভাল লাগে সেই উদ্দেশ্যেই কালিম্পংয়ের এই গ্রামে এসেছি, এবং এখানে এসে দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম। দেখে মন ভরে গেল। আপনিও যদি শীতের ছুটিতে পাহাড়ে ঘেরা কোনও নিরিবিলি গ্রামে নিজের পরিবার অথবা বন্ধু-বান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তবে কালিম্পংয়ের এই ফিক্কালে গাও হতে পারে আপনার সেরা ঠিকানা।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Offbeat Destination: বাঁকে- বাঁকে উঁকি মারে কাঞ্চনজঙ্ঘা! পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম! ঘুরে আসুন, মন ভাল হয়ে যাবে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement